শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৪, ১২:১৮ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় অভিনেত্রী সোনালির সঙ্গে সম্পর্ক, যা বললেন আফ্রিদি

বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের গুঞ্জনের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ খান আফ্রিদি।

সম্প্রতি আর্থস কাউন্সিলের ১৭তম উর্দু আন্তর্জাতিক সম্মেলন এবং করাচি ফেস্টিভ্যালে এক বিশেষ সেশনে এ প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে আফ্রিদি হেসে বলেন, ‘এখন তো আমি দাদা হয়ে গেছি’। 

মূলত এই মন্তব্যের মাধ্যমে তিনি আলোচনাটি হালকাভাবে এড়িয়ে যান।

একান্ত ব্যক্তিগত ওই প্রশ্নের জবাবে ৪৭ বছর বয়সি সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘যদিও আমি এখনও নিজেকে দাদা হিসেবে মেনে নিইনি। আমি তখনই দাদা হিসেবে বিবেচিত হব, যখন আমার পঞ্চম কন্যার ঘরে সন্তান হবে’।

সম্প্রতি শহীদ আফ্রিদির বড় কন্যা একটি পুত্র সন্তানের জন্ম দেন।পাকিস্তান জাতীয় দলের অন্যতম পেসার শাহিন শাহ আফ্রিদি তার জামাই। 

উল্লেখ্য, বছরের পর বছর ধরে ভারতীয় অভিনেত্রী সোনালি বেন্দ্রের সঙ্গে শহীদ আফ্রিদি এবং শোয়েব আখতারের সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনা চলে আসছে। 

যদিও পাকিস্তানি এই দুই ক্রিকেটারই এসব গুঞ্জন বরাবরই অস্বীকার করে আসছেন। 

এদিকে ক্যানসার জয়ী ৪৯ বছর বয়সি বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে ২০০২ সালে চলচ্চিত্র পরিচালক গোল্ডি বেহলকে বিয়ে করেন। তাদের রণবীর নামে একটি ছেলেও রয়েছে। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়