শিরোনাম
◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৪, ১০:১০ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় কি আসলেই রাস্তায় নামাজ পড়েছেন আতিফ আসলাম?

ঢাকার আর্মি স্টেডিয়ামে গত শুক্রবার ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের কনসার্টে সংগীত পরিবেশন করেছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। আয়োজকদের মতে, এদিন স্টেজে ১ ঘণ্টা ২০ মিনিট গান গাওয়ার কথা থাকলেও ভক্ত-শ্রোতার ভালোবাসায় অভিভূত হয়ে টানা ৩ ঘণ্টা মাতিয়েছেন তিনি।

কনসার্টের উদ্দেশে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পা রাখেন আতিফ। ছিলেন একটি পাঁচতারকা হোটেলে। এরপর শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় করতে হোটেল থেকে বের হন এই গায়ক।

এদিকে, ইতোমধ্যে সড়কের পাশেই মাস্ক পরিহিত অবস্থায় আতিফের নামাজ আদায়ের একটি ভিডিও ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল সেই ছবিতে দেখা যায়, মসজিদ কানায় কানায় পরিপূর্ণ থাকায় রাস্তায় জায়নামাজ বিছিয়ে জুমার নামাজ আদায় করছেন আতিফ। পাশেই নিরাপত্তায় নিয়োজিত ‍দুই জন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। গায়কের এমন সাদামাটা আচরণের প্রশংসা করছেন নেটিজেনরা।

বিষয়টি নিয়ে কনসার্টটির আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন জানিয়েছে, গত শুক্রবার জুমার নামাজ পড়েছিলেন আতিফ। কিন্তু কোথায় পড়েছেন সে বিষয়ে অবগত নন তারা। আর ভাইরাল হওয়া ছবিটা আতিফ আসলামের কি না সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন তারা।

উল্লেখ্য, ম্যাজিক্যাল নাইট-২.০ কনসার্টে আতিফ ছাড়াও পারফর্ম করেছেন পাকিস্তানের আরেক শিল্পী আব্দুল হান্নান। ছিলেন বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়