শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৪, ০৬:৩৫ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিব খানকে নিয়েই আসছে রাফীর নতুন সিনেমা

ক্যাপ্টেন হিসেবে রাফীকে দারুণ পছন্দ করেছেন নায়ক শাকিব খান। তার নির্দেশনায় নতুন সিনেমার প্রস্তাব পেয়ে তাই বিলম্ব করেননি, সঙ্গে সঙ্গে ‘ইয়েস’ বলে দিয়েছেন। শিগগিরই শুরু হবে নতুন সেই সিনেমার শুটিং। বাংলার মানুষ সেই সিনেমা উপভোগ করতে পারবেন ঈদে।

নতুন সিনেমার নাম ঠিক হয়নি, তবে চিত্রনাট্যকারকে গল্প বুঝিয়ে দিয়েছেন পরিচালক রায়হান রাফী। এবারও তিনি দায়িত্ব দিয়েছেন ‘তুফান’ ছবির চিত্রনাট্যকার আদনান আদিব খানকে। বড়পর্দার জন্য একেবারে নতুন এক গল্প তৈরি হবে তার হাতে।

ছবি প্রসঙ্গে জানতে চাইলে রায়হান রাফি  বলেন, ‘আমার কাজ সিনেমা বানানো। আমি সিনেমা বানাচ্ছি। তবে সেটা কবে কার সঙ্গে এটা এখনই বলতে পারছি না। শাকিব ভাই বড় তারকা, তার সঙ্গে ছবি কে না করতে চায়। আমিও করবো।’

একটি সূত্র নিশ্চিত করেছে যে, ঈদুল আজহায় মুক্তি পাবে রাফির নতুন সিনেমা। সেটি হতে যাচ্ছে “তুফান”-এর চেয়ে বড় কাজ। দেশ-বিদেশের কয়েকটি প্রযোজনা সংস্থা যুক্ত হয়েছে ছবিটির সঙ্গে।

অন্যদিকে ‘লায়ন’ ও ‘তুফান-২’ সিনেমার অগ্রগতি প্রসঙ্গে জানতে চাইলে রায়হান রাফি বলেন, ‘আগামী বছর সিনেমাগুলো মুক্তি পেতে পারে। তবে সেটা কখন, তা বলতে পারছি না। এরই মধ্যে বেশ কয়েকটা কাজের ভেতর ঢুকে পড়েছি।’

ঈদে আসবে রাফীর নতুন সিনেমা, নায়ক শাকিব খানতুফান সিনেমার শুটিংয়ে ফাঁকে অভিনেতা গাজী রাকায়েত, শাকিব খান ও পরিচালক রায়হান রাফি

সম্প্রতি মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। সাইকো-থ্রিলারধর্মী এই ছবিতে শাকিবের বিপরীতে আছেন সোনাল চৌহান। এ ছাড়া ছবিতে অভিনয় করেছেন টলিউডের পায়েল সরকার, রাহুল দেব, ঢাকার এলিনা শাম্মী প্রমুখ। শাকিব খানের প্রথম সর্বভারতীয় সিনেমা হলেও ‘দরদ’ খুব একটা সাড়া ফেলতে পারেনি। উৎস: জাগোনিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়