শিরোনাম
◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৪, ০৬:৩৫ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিব খানকে নিয়েই আসছে রাফীর নতুন সিনেমা

ক্যাপ্টেন হিসেবে রাফীকে দারুণ পছন্দ করেছেন নায়ক শাকিব খান। তার নির্দেশনায় নতুন সিনেমার প্রস্তাব পেয়ে তাই বিলম্ব করেননি, সঙ্গে সঙ্গে ‘ইয়েস’ বলে দিয়েছেন। শিগগিরই শুরু হবে নতুন সেই সিনেমার শুটিং। বাংলার মানুষ সেই সিনেমা উপভোগ করতে পারবেন ঈদে।

নতুন সিনেমার নাম ঠিক হয়নি, তবে চিত্রনাট্যকারকে গল্প বুঝিয়ে দিয়েছেন পরিচালক রায়হান রাফী। এবারও তিনি দায়িত্ব দিয়েছেন ‘তুফান’ ছবির চিত্রনাট্যকার আদনান আদিব খানকে। বড়পর্দার জন্য একেবারে নতুন এক গল্প তৈরি হবে তার হাতে।

ছবি প্রসঙ্গে জানতে চাইলে রায়হান রাফি  বলেন, ‘আমার কাজ সিনেমা বানানো। আমি সিনেমা বানাচ্ছি। তবে সেটা কবে কার সঙ্গে এটা এখনই বলতে পারছি না। শাকিব ভাই বড় তারকা, তার সঙ্গে ছবি কে না করতে চায়। আমিও করবো।’

একটি সূত্র নিশ্চিত করেছে যে, ঈদুল আজহায় মুক্তি পাবে রাফির নতুন সিনেমা। সেটি হতে যাচ্ছে “তুফান”-এর চেয়ে বড় কাজ। দেশ-বিদেশের কয়েকটি প্রযোজনা সংস্থা যুক্ত হয়েছে ছবিটির সঙ্গে।

অন্যদিকে ‘লায়ন’ ও ‘তুফান-২’ সিনেমার অগ্রগতি প্রসঙ্গে জানতে চাইলে রায়হান রাফি বলেন, ‘আগামী বছর সিনেমাগুলো মুক্তি পেতে পারে। তবে সেটা কখন, তা বলতে পারছি না। এরই মধ্যে বেশ কয়েকটা কাজের ভেতর ঢুকে পড়েছি।’

ঈদে আসবে রাফীর নতুন সিনেমা, নায়ক শাকিব খানতুফান সিনেমার শুটিংয়ে ফাঁকে অভিনেতা গাজী রাকায়েত, শাকিব খান ও পরিচালক রায়হান রাফি

সম্প্রতি মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। সাইকো-থ্রিলারধর্মী এই ছবিতে শাকিবের বিপরীতে আছেন সোনাল চৌহান। এ ছাড়া ছবিতে অভিনয় করেছেন টলিউডের পায়েল সরকার, রাহুল দেব, ঢাকার এলিনা শাম্মী প্রমুখ। শাকিব খানের প্রথম সর্বভারতীয় সিনেমা হলেও ‘দরদ’ খুব একটা সাড়া ফেলতে পারেনি। উৎস: জাগোনিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়