শিরোনাম
◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৪, ০১:২৯ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

চলচ্চিত্র আর টিভির ৫ নায়িকাকে নিয়ে 'দরদ' দেখলেন শাকিব খান, 'দরদ'  একটি দরদী গল্পের ছবি

মনিরুল ইসলাম  : চলচ্চিত্র আর টিভির ৫ নায়িকাকে নিয়ে 'দরদ' দেখলেন ঢাকাই চলচ্চিত্রের মেগাষ্টার  শাকিব খান। তারা হলেন, চলচ্চিত্রের পূজা চেরি, দীঘি  ও টিভির  চমক, স্পর্শিয়া, সৌমি। 

শুত্রুবার মহাখালীস্থ এসকেএস টাওয়ারের সিনেপ্লেক্সে 'দরদ' সিনেমার প্রিমিয়ার শোটি  শিল্পী- সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজন করা হয়।

শো শেষে শাকিব খান পূজা চেরি ও দীঘিসহ অন্য নায়িকাদের পাশে রেখে কথা বলেন। বলেন, 'দরদ' একটি দরদী গল্পের ছবি। চমৎকার ছবি। আমি যখন এই ছবির গল্পটি পরিচালক অনন্য মামুনের মুখ থেকে প্রথম শুনি তখন আমি  ছবিটিতে অভিনয় করার লোভ সামলাতে পারিনি। যুক্ত হয়ে পড়ি এই প্রজেক্টে।

শাকিব খান উপস্থিত বিনোদন সাংবাদিক ও ইউটিউবারদের প্রশ্ন করেন আপনারা ছবিটি দেখেছেন তো। কেমন লাগলো। উপস্থিত অধিকাংশ সমস্বরে চিৎকার দিয়ে বলে উঠেন ' ভালো লেগেছে'। শাকিব খানও বলেন আমারও  ভালো লেগেছে।

তিনি বলেন, সিনেমার গল্পটি যতো এগুতে থাকে আমার বিশ্বাস  শেষের দিকে মনের অজান্তেই চোখের কোনে পানি চলে আসে। কি বলেন। চোখের পানি রাখা সম্ভব হয়নি দর্শকদের আমার মনে হয়।

শাকিব খান দেশে- বিদেশে যারা 'দরদ' সিনেমা হলে গিয়ে দেখেছেন সকলকে ধন্যবাদ জানান। বলেন, বাংলা ছবিকে এগিয়ে নিতে দর্শকদের অবদান সবচেয়ে বেশী।

গত ১৫ নভেম্বর থেকে দেশের ৮৩ সিনেমা হলে চলছে শাকিব খান অভিনীত অনন্য মামুন পরিচালিত 'দরদ'। একই সঙ্গে চলছে আমেরিকা, মালদ্বীপসহ বেশ কয়েকটি দেশে। 

রোমান্টিক- সাইকো থ্রিলার গল্পের সিনেমা ' দরদ'। সিনেমাটিতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন বলিউডের নায়িকা সোনাল চৌহান। এতে আরও অভিনয় করেছেন পশ্চিম বাংলার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়