শিরোনাম
◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ০৪:৪৩ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কত কোটির সম্পত্তির মালিক এআর রাহমান, ডিভোর্সের পর কত পাবেন সায়রা?

স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করার পর থেকে নেটদুনিয়ায় আলোচনা শুরু হয়েছে এআর রাহমানের সম্পত্তির পরিমাণ এবং এর মূল্য নিয়ে। সবার মনে এখন একটাই জানতে চাওয়া অস্কারজয়ী এই গায়ক কত কোটির সম্পত্তির মালিক? আর ডির্ভোসের পর সায়রাই বা কত টাকা পাবেন?

ভারতের অন্যতম প্রভাবশালী গায়ক হলেন এ আর রাহমান। কেবল তাই নয়, তিনি অন্যতম গায়ক এই দেশের যিনি সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে থাকেন।

এআর রাহমানের সম্পদ নিয়ে ভারতে ইংরেজি দৈনিক ‘ডিএনএ’ গতকাল একটি প্রতিবেদন করেছে।  

ওই প্রতিবেদনে বলা হয়, এআর রাহমানের মূল সম্পত্তি প্রায় ১৭২৮-২০০০ কোটি রুপির মধ্যে। ভারতের সবথেকে ধনী গায়ক তিনি।

রাহমান প্রতি গান গাইতে তিনি ৩ কোটি টাকা করে নেন। প্রতিটি ছবির গান কম্পোজ করতে নেন ১০ কোটি টাকা করে! এছাড়া বিজ্ঞাপন, কনসার্ট, ইত্যাদি তো আছেই।

কী কী পুরস্কার পেয়েছেন রাহমান?

অস্কারজয়ী রাহমান আরও একাধিক সম্মানে ভূষিত হয়েছেন, আর সেই তালিকায় আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাডেমি অ্যাওয়ার্ড, গ্র্যামি অ্যাওয়ার্ড। তিনি পদ্ম ভূষণ সম্মান পেয়েছেন ভারত সরকারের থেকে।

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর সায়রা বানোর উকিলের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয় তারা আলাদা হতে চলেছেন। সেই বিবৃতিতে বলা হয়, বিয়ের বহু বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। তাদের সম্পর্কের মধ্যে মানসিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। একে অপরের প্রতি তাদের গভীর ভালবাসা সত্ত্বেও, এই দম্পতি খেয়াল করেছেন তাদের মধ্যে অনেক ব্যবধান, দূরত্ব তৈরি হয়েছে। যা এই মুহুর্তে কোনো পক্ষই পূরণ করতে সক্ষম নয় বলে মনে করছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়