শিরোনাম
◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ১২:১৫ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শেইম, হিটলারের কালে জন্ম হইলে আপনারা হইতেন নাৎসি : ফারুকী

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করেছেন। যেখানে তিনি জানান, নিন্দা জানানোর ভাষা আমার নেই।

পোস্ট দিয়ে ফারুকী লিখেছেন, ‘শিল্পী সাহিত্যিকদের মধ্যে যারা এখনও খুনী হাসিনার পক্ষে কুরুচিপূর্ণ ভাষায় জুলাই গণঅভ্যুত্থানের পক্ষশক্তিকে হত্যার উস্কানী দিচ্ছেন তাদেরকে নিন্দা জানানোর ভাষা আমার নাই।’

হিটলারের কালে জন্ম হলে আপনারা নাজি হতেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমি জানিনা শিল্পী দাবি করা একজন মানুষ কি করে আরেকজন মানুষের হত্যাযজ্ঞ লাইভ দেখার ইচ্ছা পোষণ করে। শেইম, হিটলারের কালে জন্ম হইলে আপনারা হইতেন নাজি।’

সেই পোস্টের কমেন্ট বক্সে লাবু কালাম লিখেছেন, ‘এরা শিল্পী নয় এরা সেফ ভার, এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করলে তবেই এদের কুরুচিপূর্ণ মানুষিকতাকে নির্মূল করা যাবে, অন্যথায় মুক্তি নাই।’

সায়েদুল হাসানের ভাষ্য, ‘হিটু ভাই সম্ভবত লজ্জিত। তিনি হয় তো মনে মনে খুশি মনে বলেন মানুষ খালি আমারে ঘৃণা করতো এখন আমার কাতারে আরো আসতেছে।’ আরেকজনের বলেন, ‘তাদের নুন্যতম সেন্স অফ হিউমার নেই, এইখানে এসে হাহা রিয়েক্ট দিয়ে যাবে, এই রিয়াক্ট-ই তাদের ভার্চুয়াল অস্ত্র।’

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। এরপর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। 

বিশেষ করে ফারুকীর অতীতের বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস ও আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন একদল মানুষ। বিষয়টি নিয়ে একাধিকবার নিজের অবস্থান পরিষ্কার করেও আলোচনা বন্ধ করতে পারেননি এই নির্মাতা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়