শিরোনাম
◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৪, ০৬:০৯ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

উপস্থাপিকা মৌসুমী মৌকে সিনেমাতে আসার প্রস্তাব দিলেন শাকিব খান 

মনিরুল ইসলাম  : 'মৌ খুব ভালো উপস্থাপনা করে। অনেক সুন্দরভাবে সবকিছু প্রেজেন্ট করে। সে কেন সিনেমা করছে না? তার তো সিনেমা করা উচিত! আমি মৌকে বলবো, তুমি সিনেমাতে এসো। অনেক ভালো করবা।’ এভাবেই সকলের উপস্থিতিতে ঢাকাই সিনেমার  মেগাস্টার শাকিব খান প্রস্তাব দিলেন। সিনেমায় অভিনয়ের আহবান জানালেন।

ঘটনাটি ঘটেছে  গতকাল   মঙ্গলবার  টাইলক্স  দুপুরে দ্য ওয়েষ্টিন হোটেলে হাইজিনিক আবাস’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে।  এতে দেশের একঝাঁক তারকারা অংশ নেন। পরীমণি, পূজা চেরিসহ অনেকেই হাজির ছিলেন।

বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। 

এতে মূল আকর্ষণ ছিলেন মেগাষ্টার শাকিব খান।জানা যায়, আরও একবার শাকিব খানের  কাছ থেকে সিনেমায়   আসার প্রস্তাব পান মৌসুমী মৌ।

এদিকে, অনুষ্ঠান শেষে ভরা অনুষ্ঠানে নায়িকা হওয়ার প্রস্তাব পেয়ে কেমন লাগছে উপস্থিত সাংবাদিকদের কাছে তার  নিজের অনুভূতি জানিয়ে মৌসুমী মৌ বলেন, শাকিব ভাই ২০১৮ সালেও একবার একটা অনুষ্ঠানে আমাকে সিনেমা করতে বলেছিলেন। তখন আমি অনেকটা নতুন ছিলাম। আমার অতোটা অভিজ্ঞতা ছিল না। চেয়েছিলাম সময় নিয়ে সিনেমা সম্পর্কে জেনে বুঝে তারপর আসবো। 

তিনি বলেন, এখন আমাদের অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে। সুযোগ পেলে অবশ্যই শাকিব ভাইয়ের সাথে কাজ করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়