শিরোনাম
◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৪, ০২:৩৬ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচ্ছেদের গুঞ্জনে যা বললেন অভিনেত্রী মৌসুমী হামিদ

অভিনেত্রী মৌসুমী হামিদ

চলতি বছরের শুরুতে নির্মাতা আবু সাইয়িদ রানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী মৌসুমী হামিদ। সংসার জীবনে দারুণ সময় পার করছেন তারা। এরই মাঝে এ দম্পতির সংসার ভাঙার গুঞ্জন উড়ছে। এ খবর কানে যেতেই চটেছেন মৌসুমী হামিদ। ক্ষুব্ধ এ অভিনেত্রীর ভাষ্য, তারা কি আমাদের ডিভোর্স করাতে চায়?

মঙ্গলবার (১৯ নভেম্বর) এ ব্যাপারে দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন মৌসুমী হামিদ।

তিনি বলেন, আমাদের বিয়ের এক বছরও হয়নি। এরইমধ্যে যদি বিয়েবিচ্ছেদের মনগড়া খবর হয়! আর আমার শ্বশুরবাড়ির মানুষ যদি দেখে, আত্মীয়স্বজন দেখে, তাহলে কী ভাববেন তারা?

এ অভিনেত্রী জানান, সম্প্রতি একটি অনুষ্ঠানে দাম্পত্য জীবন নিয়ে জানতে চাওয়া হয় তার কাছে। সেখানে তিনি জানান, তাদের সংসার বেশ ভালো যাচ্ছে। বিয়ের পর জীবনটাই বদলে গেছে। আর সবকিছুর জন্য বেশ খুশি। এরপর তার কাছে তারকাদের বিচ্ছেদ প্রসঙ্গে জানতে চাওয়া হয়।

এ ব্যাপারে মৌসুমী হামিদ বলেন, ওই প্রশ্নে আমার উত্তর ছিল এমন- যেকোনো মানুষের জীবনে সমস্যা থাকতেই পারে। সবার জীবন তো আর এক নয়। এখন মিডিয়ার মানুষের থেকে বাইরের মানুষের বিচ্ছেদ হয় বেশি। তবে তাদেরটা সামনে আসে না, আমাদেরটা প্রকাশ্যে আসে। আর সেই কথা যখন আমার বিচ্ছেদ নিয়ে ঘুরিয়ে-পেঁচিয়ে লেখা হয়, তখন মানসিক শক্তি হারিয়ে যায়।

তিনি জানান, এমনিতেই তারকাদের নিয়ে নানা ধরনের গুঞ্জন চলতে থাকে। সামান্য কিছু হলেও তা অনেক বড় করে দেখা হয়। আর সেখানে বিচ্ছেদের খবর! মৌসুমী হামিদ বলেন, যেভাবে এই ভুয়া খবর ছড়ানো হচ্ছে, তা যদি আমার শ্বশুরবাড়ির মানুষ দেখতে পায়, তারা কীভাবে দেখবেন। এ নিয়ে নানা প্রশ্ন তৈরি হবে। সামাজিকভাবে ক্ষতির মুখে পড়ব আমি।

এ অভিনেত্রী আরও জানান, মনে হচ্ছে পরিকল্পিতভাবে কেউ ক্ষতি করছে আমাদের। এমনিই পরিবার, সংসার, অভিনয় ও দেশের পরিস্থিতিসহ যাবতীয় সব নিয়ে মানসিক চাপ থাকে। আবার এর মধ্যে হঠকারিতামূলক কোনো সংবাদ চোখে পড়লে মনে হয়, অভিনেত্রী হলাম কেন।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে বিয়ে হয় মৌসুমী হামিদের। স্বামী আবু সাইয়িদ রানা। তিনি ক্যামেরার পেছনের মানুষ। লেখালেখি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়