শিরোনাম
◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪, ১০:০৭ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ‘টম্ব রাইডার’ হবেন সোফি টার্নার

অভিনেত্রী সোফি টার্নার।‘গেম অফ থ্রোনস’খ্যাত এই অভিনেত্রীকে এবার দেখা যাবে অ্যামাজনের আসন্ন টিভি সিরিজ ‘টম্ব রাইডার’এ। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী।

ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, এ প্রজেক্টে ফোবি ওয়ালার-ব্রিজ লেখক এবং এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করবেন।

সোফি টার্নার আসন্ন ‘টম্ব রাইডার’ ভিডিও গেম সিরিজের ভিত্তিতে তৈরি চরিত্রটি পর্দায় তুলে ধরবেন। রোমাঞ্চকর এ চরিত্রে এর আগে অ্যাঞ্জেলিনা জোলি ও অ্যালিসিয়া বিকান্ডারকেও অভিনয় করতে দেখা গিয়েছিল।

এবার একই চরিত্রে অভিনয় করছেন সোফি; তবে সিনেমা আকারে নয়, আসছে সিরিজ আকারে।

প্রসঙ্গত,‘টম্ব রাইডার’ সিরিজটি ক্রিস্টাল ডাইনামিকস, অ্যামাজন এমজি এম স্টুডিওস ও লিজেন্ডারি টেলিভিশনের অধীনে তৈরি হচ্ছে। এ সিরিজে কনসালট্যান্ট এক্সিকিউটিভ প্রডিউসারদের মধ্যে রয়েছেন ওয়েলসস্ট্রিট প্রোডাকশন থেকে ফোবি ওয়ালার-ব্রিজ ও জেনি রবিন্স, ডিজে২ এন্টারটেইনমেন্ট থেকে ডিমিত্রি এম. জনসন ও মাইকেল শেল, স্টার পার্টি থেকে থাকছেন অ্যামান্ডা গ্রিনব্ল্যাট ও রায়ান অ্যান্ডোলিনা।

উল্লেখ্য, টার্নার ‘গেম অব থ্রোনস’ সিরিজে সানসা স্টার্ক চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিতি পান। সেই সিরিজে তিনি পুরো আটটি মৌসুমে অভিনয় করেছেন। ২০১৯ সালে তিনি এ সিরিজটির জন্য সেরা সহ-অভিনেত্রী হিসেবে এমি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। এ ছাড়া তিনি ‘এক্স-ম্যান: অ্যাপোক্যালিপস’ ও ‘এক্স-ম্যান: ডার্ক ফিনিক্স’ সিনেমাগুলোতেও জিন গ্রে চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়