শিরোনাম
◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৪, ০১:১১ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাত্র পেলেই বিয়ে, আমাকে দেখে বেশিরভাগ ছেলে ভয় পায় : চিত্রনায়িকা ববি

‘বউ’ নামের নতুন সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এতে ববির বিপরীতে থাকছেন ডি এ তায়েব। পরিচালনা করবেন কে এ নিলয়। সম্প্রতি এফডিসিতে অনুষ্ঠিত হলো সিনেমার মহরত। অনুষ্ঠানে সিনেমা নিয়ে আলাপকালে নিজের বিয়ে নিয়েও কথা বলেন ববি। জানালেন সব ছেলেরাই নাকি ভয় পায় তাঁকে।

মহরত অনুষ্ঠানে নতুন সিনেমা নিয়ে ববি বলেন, ‘এখনকার আধুনিক সময়েও আমরা দেখতে পাই বউ-শাশুরির ঝামেলা। বউকে মেয়ের মতো দেখার চর্চাটা আমাদের সমাজে এখনো কম দেখা যায়। মেয়ে না হোক অন্তত বউয়ের মর্যাদা যদি দেওয়া যায় তাহলেও এই সমস্যা দূর করা সম্ভব। সেটার কিছু চর্চা বউ সিনেমায় দেখা যাবে।’

বাস্তব জীবনে কবে বিয়ের পিড়িতে বসছেন—এমন প্রশ্নের উত্তরে ববি বলেন, ‘পাত্র পেলেই বিয়ে। আমাকে দেখে বেশিরভাগ ছেলে ভয় পায়। আমি অ্যাকশন সিনেমা করি। ভিলেনদের খুব মার দেই। দেখা যাক সামনে কী হয়।’

এ সময় ভবিষ্যত শ্বশুড়বাড়ি নিয়েও নিজের প্রত্যাশার কথা জানান ববি। তিনি বলেন, ‘যে পরিবারে বিয়ে হবে তাঁদের সবাইকে আপন করে নেব। আমিও চাইব তাঁরা যেন আমাকে আপন করে নেন। ভালোবাসা আর সম্মান ছাড়া আমার কোনো চাওয়া পাওয়া নেই।’

এদিকে, গণঅভ্যুত্থানের পর থেকে দেশের চলচ্চিত্রাঙ্গন স্থবির হয়ে আছে। এ প্রসঙ্গে ববির ভাষ্য, ‘সিনেমার কাজ হচ্ছে, টুকটাক। দেশের প্রায় সব জায়গাতেই কাজ একটু কম কম হচ্ছে। একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায়, তখন সবকিছুর একটা টানাপোড়েন থাকে। সিনেমায়ও সেরকম যাচ্ছে। আমি পজিটিভ মানুষ, আমি সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।’

জানা গেছে, চলতি মাসের শেষ দিকে শুরু হবে বউ সিনেমার শুটিং। টানা শুটিং করে দৃশ্যধারণের কাজ শেষ করতে চান নির্মাতা। আগামী বছরের মাঝামাঝি সময়ে সিনেমাটি মুক্তির পরিকল্পনা হচ্ছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়