শিরোনাম
◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’ ◈ মারা গেলেন পোপ ফ্রান্সিস ◈ বাংলাদেশের নতুন বাঁধ নিয়ে ভারতের উদ্বেগ, সীমান্তে প্রতিনিধিদল (ভিডিও) ◈ আগামী নির্বাচনে অংশ নিতে চান শাজাহান খান ◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪, ১১:৫৩ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধু টাকা উপার্জন করি আর বাড়ি চলে আসি : মালাইকা

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেম বেশ কিছু দিন হলো ভেঙেছে। এখন তারা দুদিকে। প্রায় ছয় বছর সম্পর্কে থাকার পর হঠাৎ করেই ছন্দপতন ঘটে তাদের সম্পর্কে। যদিও দুজনের কেউই মুখ খোলেননি এ বিষয়ে। এখন তারা নাকি একে অপরের বন্ধু হয়ে আছেন। 

অর্জুন নিজেকে ‘সিঙ্গেল’ দাবি করার কয়েক দিন পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে মালাইকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিচ্ছেদের পর হঠাৎ কেন মালাইকা বললেন— ‘আমি খুব একগুঁয়ে মানুষ...’। 

বেশ কয়েক দিন ধরে শিরোনাম দখল করেছে মালাইকা-অর্জুনের বিচ্ছেদ। অর্জুনের অসুস্থতা, অবসাদে চলে যাওয়া, আর সাবেক প্রেমিকার বাবার মৃত্যুতে তার পাশে দাঁড়ানো, মালাইকার ভেঙে পড়া, অবশেষে বিচ্ছেদে অর্জুনের সিলমোহরের ঘটনায় পর পর নয়া মোড়। 

বুধবার মালাইকা হেঁটে যাচ্ছিলেন ঢাউস ফ্লাস্ক হাতে। পরনে সাদা টিশার্ট, সঙ্গে হালকা রঙের ঢিলেঢালা নীল ডেনিম আর খোলা চুল। টিশার্টে ইংরেজিতে চারটি লাইন লেখা। সেই লেখা নজর কাড়ে সবার। এক নারী কণ্ঠে প্রশ্ন আসে— টিশার্টে কী লেখা? অনুমান, তিনি মালাইকার বন্ধু। জবাবে মালাইকা পাল্টা প্রশ্ন করেন— তোমার ভালো লেগেছে?

টি-শার্টের গায়ে লেখা পড়ে শোনালেন মালাইকা। বললেন— আমি খুব একঘেয়ে মানুষ। শুধু টাকা উপার্জন করি আর বাড়ি চলে আসি। স্বল্পদৈর্ঘ্যের এই ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রামে। নেটিজেনরা বলি অভিনেত্রীর শিশুসুলভ কথাবার্তা ও আচরণে আপ্লুত। কারও কথায়— মালাইকা নাকি একঘেয়ে। তুমি আর বিনোদন সমার্থক শব্দ। কেউ লিখেছেন— আমি জানি তুমি খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ। কিন্তু তুমি একেবারে সঠিক জীবনযাপন করছ। ভালোবাসা নিও। এক অনুরাগী লিখেছেন— কঠিন সময় পেরিয়ে আবার উঠে দাঁড়াবে তুমি। আগের তুলনায় আরও শক্তিশালী হয়ে উঠবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়