শিরোনাম
◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪, ০১:১৬ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের ফ্ল্যাটে পড়েছিল কোরিয়ান মডেল ও অভিনেতা সং জে রিম এর লাশ, পাশে সুইসাইড নোট

কোরিয়ান মডেল ও অভিনেতা সং জে রিম। ছবি: সংগৃহীত

নিজের ফ্ল্যাটে পড়েছিল কোরিয়ান মডেল ও অভিনেতা সং জে রিমের মরদেহ। মাত্র ৩৯ বছর বয়সী এই অভিনেতা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। সেখান থেকেই তাঁর মরদেহ উদ্ধার হয়। এটি আত্মহত্যা না খুন এ বিষয়ে এখনো পুলিশ নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি।

তবে, সং জে রিমের মৃতদেহের পাশে দুই পাতার সুইসাইড নোট উদ্ধার হয়েছে। কিন্তু যেই অভিনেতা পুরোদমে ইন্ডাস্ট্রিতে কাজ করছিলেন, তিনি কেন আচমকা আত্মহত্যা করবেন! এই প্রশ্নের উত্তরে তদন্ত করছে দক্ষিণ কোরিয়ার পুলিশ।

কোরিয়ান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, সং জে রিমের দেহ কে প্রথম দেখতে পান, সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যুর খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের ভেতরে ওই তারকার মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। প্রথমেই জায়গাটি সিল করে দেওয়া হয়। তারপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

অল্প বয়সেই মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন সং জে রিম। তাঁর অভিনয় সফর শুরু হয় ২০০৯ সালে ‘অ্যাকট্রেসেস’ সিনেমার মাধ্যমে। অল্প সময়ের মধ্যেই খ্যাতি পান সং জে রিম। ‘দ্য সাসপেক্ট’, ‘অন ইওর ওয়েডিং ডে’, ‘গুড মর্নিং’-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন। কোরিয়ান ড্রামাতেও বেশ জনপ্রিয় এই অভিনেতা।

২০১২ সালে মুক্তি পায় দক্ষিণ কোরিয়ার টেলিভিশন ড্রামা ‘মুন এমব্রেসিং দ্য সান’। এই ধারাবাহিকে রাজার নিরাপত্তারক্ষীর চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন সং জে রিম। ‘টু উইকস’ টেলি সিরিজে তাঁকে দেখা যায় খুনির ভূমিকায়।

২০২৪ সালে মুক্তি পাওয়া ‘কুইন উ’ সিরিজে নজর কাড়েন জে রিম। এখনো তাঁর দুটি নতুন সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আচমকা এভাবে তারকার চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়