শিরোনাম
◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’ ◈ মারা গেলেন পোপ ফ্রান্সিস ◈ বাংলাদেশের নতুন বাঁধ নিয়ে ভারতের উদ্বেগ, সীমান্তে প্রতিনিধিদল (ভিডিও) ◈ আগামী নির্বাচনে অংশ নিতে চান শাজাহান খান ◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৪, ০৯:৩৩ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশেষ কোনো দলের সমর্থক করি বলেই তাকে এড়িয়ে চলতে হবে, এমন সংস্কৃতি চাই না : বেবী নাজনীন

বেবী নাজনীন

দীর্ঘ প্রায় আট বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন ‘ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত গায়িকা বেবী নাজনীন। আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। নেমেই কথা বলেন, গণমাধ্যমকর্মীদের সঙ্গে। কথার শুরুতে- জুলাই আগস্টের গণআন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এই সংগীতশিল্পী।

বেবী নাজনীন বলেন, ‘দীর্ঘদিন পরে দেশে আসলাম। নিজের মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করছে, যা বলে বোঝানো যাবে না। জুলাই-আগস্টের আন্দোলনে শিক্ষার্থী-জনতার ত্যাগের কারণেই দেশে ফিরেছি। তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

এ সময় তিনি আরও বলেন, ‘শিল্পী হিসেবে আমি আবারও দর্শকের সামনে ফিরব। আমাকে দীর্ঘদিন ধরে দলীয় মোড়কে আটকে রাখা হয়েছিল। আমি তা চাই না। শিল্পীরা সব দলমতের ঊর্ধ্বে থাকবেন, তারা সবার। বিশেষ কোনো দলের সমর্থক করি বলেই তাকে এড়িয়ে চলতে হবে, এমন সংস্কৃতি চাই না। সংগীতাঙ্গন ঢেলে সাজানোর কাজ করতে চাই। সবার অংশগ্রহণের মাধ্যমে সামনে নতুন বাংলাদেশ তৈরি হবে।’

দেশের বাইরে থাকলেও রাজনীতিতে বেশ সক্রিয় বেবী নাজনীন। গেল জুনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয় এই গায়িকাকে।

এদিকে, প্রায় সাড়ে চার দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন বেবী নাজনীন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। তার গাওয়া উল্লেখযোগ্য গানের তালিকায় আছে- ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘দুচোখে ঘুম আসে না তোমাকে দেখার পর’, ‘আজ পাশা খেলবো রে শাম’, ‘ও বন্ধু তুমি কই কই রে’ ইত্যাদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়