শিরোনাম
◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৪, ১২:৫৭ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিষেককে ভুলতে পারছেন না ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : বেশ কিছু দিন ধরে চলছে বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের বিবাহবিচ্ছেদের আলোচনা-সমালোচনা। দুজন দুদিকে হাঁটছেন। থাকছেন আলাদা। যদিও তাদের তরফ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি। 

কয়েক দিন আগেই ছিল ঐশ্বরিয়ার জন্মদিন। সেদিন বচ্চন পরিবারের তরফ থেকে ঐশ্বরিয়ার জন্য আসেনি কোনো শুভেচ্ছাবার্তা। অভিষেকের নীরবতাই বিচ্ছেদের জল্পনায় আরও জোরালো হয়ে উঠেছে। কিন্তু ঐশ্বরিয়ার জীবনে স্বামীর স্থান একটুও নড়েনি, দাবি নেটিজেনদের। 

ভক্ত-অনুরাগীরা মনে করছেন, অভিষেককে হয়তো ভুলেই উঠতে পারছেন না ঐশ্বরিয়া। আলাদা থাকলেও ফের সম্পর্ক জোড়া লাগার আশায় আছেন এ অভিনেত্রী।

কী দেখে নেটিজেনদের এমন অনুমান? ঐশ্বরিয়ার ইনস্টাগ্রাম নজর কেড়েছে তাদের। অসংখ্য অনুসরণকারী রয়েছেন সাবেক এ বিশ্বসুন্দরীর। কিন্তু অভিনেত্রী মাত্র একজনকেই ইনস্টাগ্রামে অনুসরণ করেন। তিনি আর কেউ নন— অভিষেক বচ্চন। বিবাহবিচ্ছেদের জল্পনায় বি-টাউন মেতে থাকলেও ইনস্টাগ্রামে এখনো অভিষেককেই শুধু অনুসরণ করেন ঐশ্বরিয়া।


অন্যদিকে ঐশ্বরিয়াকেও ইনস্টাগ্রামে অনুসরণ করেন অভিষেক। যদিও তিনি আরও অনেককেই অনুসরণ করে থাকেন। এ বিষয়টি চোখ এড়ায়নি নেটিজেনদের মাঝে। কোনো একদিন ফের সংসার জোড়া লাগতে পারে, সেই আশায় রয়েছেন তারাও।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসর থেকে ঐশ্বরিয়া-অভিষেকের জল্পনা ঘনীভূত হয়। গোটা পরিবার নিয়ে বিয়ের আসরে প্রবেশ করেছিলেন অভিষেক। কিন্তু সেখানে ছিলেন না ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যা। 

বেশ কিছুক্ষণ পর মা-মেয়ে হাতে হাত রেখে বিয়ের আসরে প্রবেশ করেন। তার পর থেকে একাধিক অনুষ্ঠানে শুধু মেয়ের সঙ্গেই দেখা যায় এ অভিনেত্রীকে। সংসারে বনিবনার অভাবেই কি দাম্পত্যে চিড়?—এমন প্রশ্ন নেটিজেনদের মাঝে।

এরমধ্যেই শোনা গেছে, ‘দসভি’ ছবির সময়ে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে ঘনিষ্ঠতাই নাকি তাদের মধ্যে দূরত্ব তৈরি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়