শিরোনাম
◈ কী হয়েছিল জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে? ভিডিও ◈ হিলি স্থলবন্দরে একদিনেই এলো ১৮০০ মেট্রিক টন আলু, কিছুটা কমেছে দাম ◈ এমবাপ্পেকে ছাড়াই নেশন্স লিগের জন্য দল ঘোষণা করলো ফ্রান্স ◈ তৃণমূল থেকে ক্রিকেটার বের করার লক্ষ্যে জিয়া টুর্নামেন্ট সোমবার শুরু ◈ ইংলিশ ক্রিকেটার অ্যান্ডারসক কেন ৪২ বছর বয়সে আইপিএলে নাম দিলেন? ◈ বাংলাদেশ সফরে সিরিজের জন্য আয়ারল্যান্ডের দল ঘোষণা ◈ পটপরিবর্তনের পর সরকার থেকে আমার কাছে দিকনির্দেশনা চাওয়া হয়: বুলবুল ◈ পরিকল্পিতভাবে এজলাসে বিশৃঙ্খলার সৃষ্টি করা হয়েছে: আইনজীবী (ভিডিও) ◈ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ব্যবসা বন্ধ হওয়া দরকার: ব্যারিস্টার ফুয়াদ ◈ নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৪, ১২:২৬ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৪, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেকে ‘অপয়া’ ভাবতেন বিদ্যা

বিনোদন ডেস্ক : টালিউড থেকেই সিনেমা জগতে যাত্রা শুরু করেছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এখনও বি-টাউনে বলিষ্ঠ নায়িকাদের তালিকায় রয়েছে তার নাম। আর সেই অভিনেত্রীই নাকি এক সময় নিজেকে অপয়া ভাবতে শুরু করেছিলেন!

গত পয়লা নভেম্বর সিনেমা হলে মুক্তি পায় বিদ্যা বালানের ‘ভুলভুলাইয়া থ্রি’। নতুন এ সিনেমাটি ইতোমধ্যে একশো কোটির ব্যবসা করে ফেলেছে। ছবিটি নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা জানালেন, ক্যারিয়ারের শুরুর দিকে তাকে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। একটি মালায়ালম সিনেমার নায়িকা হিসেবে শ্যুটিং শুরু করেছিলেন অভিনেত্রী। কিন্তু সেটি মাঝপথেই বন্ধ হয়ে যায়।

বিদ্যা জানান, সিনেমা বন্ধ হওয়ার পর থেকেই তাকে ‘অপয়া’ বলতে শুরু করে লোকজন। দাবি করা হয়, বিদ্যাকে নেওয়া হয়েছে বলেই সিনেমা বন্ধ হয়ে গেছে। এক নয়, একাধিকবার তার সঙ্গে এমনটা হয়েছে বলে জানান বিদ্যা। চারপাশের মানুষের মুখে ‘অপয়া’ শব্দটি শুনতে শুনতে বিদ্যা নিজেও নিজেকে অপয়া ভাবতে শুরু করেছিলেন বলে জানান।
উল্লেখ্য, বিদ্যার প্রথম সিনেমা ‘ভালো থেকো’ মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। ২০০৫ সালে মুক্তি পায় ‘পরিণীতা’। এই ছবি থেকেই বিদ্যার সাফল্যের সফর শুরু হয়। ২০০৭ সালে ‘ভুলভুলাইয়া’ ছবিতে অবনি ওরফে মঞ্জুলিকার চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা। তারপর ২০২৪ সালে একই চরিত্রে দেখা গেল তাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়