শিরোনাম
◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের গ্রেফতার ৯  ◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৪, ০১:০৬ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালমান খান প্রেমিকাদের যেভাবে মারধর করতেন! (ভিডিও)

বাইরে থেকে দেখতে বেশ সুদর্শন, তবে ভেতরটা কেমন বলিউড স্টার সালমান খানের? প্রেমিকাদের বেশ মারধর করতেন এই বলিউড স্টার। নায়কের বিরুদ্ধে এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন সালমানের সাবেক প্রেমিকা সোমি আলি। এমনকি ঐশ্বরিয়াকেও সালমান কীভাবে মেরেছিলেন, সে কথাও ফাঁস করেছেন এই জেদি সুন্দরী। খবর : টাইমস অব ইন্ডিয়া

সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, ক্লদিয়া সিয়াসলা ও লুলিয়া ভানতুরের মতোই সালমান খানের একজন প্রেমিকা সোমি আলি। খুব কম বয়সেই সালমানের প্রেমে মজেছিলেন সোমি। তবে নায়কের অতিরিক্ত মদ্যপান এবং বাজে ব্যবহার মেনে নিতে পারেনি এ ষোড়শী। এতে শেষ পর্যন্ত ভেঙে যায় তাদের প্রেম। এরপর সালমান খানের স্বভাব-চরিত্র নিয়ে মাঝেমধ্যেই বিস্ফোরক মন্তব্য করেছেন সোমি। সম্প্রতি তিনি জানালেন, প্রেমিকাদের ওপর কীভাবে অত্যাচার করেছেন সালমান।

ভারতীয় গণমাধ্যমে সোমি বলেন, সালমানের হাতে আমি যতটা অত্যাচারের শিকার হয়েছি, সংগীতা বা ক্যাটরিনা তেমনটা হয়নি। ঐশ্বরিয়ার ওপর প্রচণ্ড অত্যাচার করেছে সালমান। মেরে ঐশ্বরিয়ার কাঁধ ভেঙে দিয়েছিল সে। আমার যা অবস্থা হয়েছিল, তাতে বিছানায় শয্যাশায়ী ছিলাম।

এর আগেও সালমানের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন সোমি। ইতোপূর্বেও সোশ্যাল মিডিয়ায় তিনি লিখে জানিয়েছিলেন, সালমান তার ওপর শারীরিক নির্যাতনও করতেন। সালমানের সঙ্গে কাটানো তার ৮ বছর ছিল জীবনের সবচেয়ে খারাপ সময়।

এক পোস্টে সোমি বলেন, সালমান আমাকে সব সময় অপমান করত। আমি কুৎসিত, বোকা আর বোধহীন—এসব কথা বলত সবাইকে। আমাকে বোঝাত, আমার কোনো দাম নেই। সেই সঙ্গে একের পর এক নারীর সঙ্গে প্রেম করে বেড়াত নিজে। আট বছর এগুলোর মধ্যে দিয়েই গেছি।

ঐশ্বরিয়াকে মেরে কাঁধ ভেঙে দিয়েছিলেন সালমান, সম্প্রতি সোমি এমনটা দাবি করলেও, এই ঐশ্বরিয়ার জন্যই সালমানের সঙ্গে প্রেম ভেঙেছিল সোমির। এমন তথ্য দিয়েছেন সোমি নিজেই।

অন্যদিকে বলিউডের নানা নায়িকার সঙ্গে প্রেম থাকলেও কারো সঙ্গেই ঘর বাঁধেননি সালমান। এমনকি নায়িকাদের বাইরের কাউকে বিয়ে করতেও রাজি নন এই নায়ক। কিছুদিন আগে এক অনুষ্ঠানে একজন সাংবাদিক সালমানকে জানান, তিনি কি নায়ককে বিয়ে করতে চান। জবাবে সালমান বলেন, আমার বিয়ের বয়স পার হয়ে গেছে। আরও ২০ বছর আগে আমায় এই প্রস্তাবটা দিলে ভেবে দেখতে পারতাম।

আগেও অনেকবার বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছে নায়ককে। সালমান সব সময়ই এড়িয়ে গেছেন। এক সাক্ষাৎকারে তিনি অবশ্য বিয়ে না করার কারণ জানিয়েছেলন। তার নামে অনেকগুলো মামলা চলছে। এই পরিস্থিতিতে কোনো নতুন মানুষকে নিজের জীবনের সঙ্গে জড়াতে রাজি নন নায়ক। ফলে বিয়ের সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি সালমান। উৎস: কালবেলা।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়