শিরোনাম
◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের!

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৪, ০৩:২৭ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার মালাইকার সঙ্গে প্রেম ভাঙার কথা জানালেন অর্জুন !

সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে গিয়ে নিজেকে ‘সিঙ্গেল’ ঘোষণা করেছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। যদিও খবরটা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। দু’জনের সম্পর্কে ছেদ পড়েছে। অবশেষে প্রেম ভাঙার খবরে নিজেই সিলমোহর দেন অর্জুন। তারপরই পাল্টা ইঙ্গিত দিয়ে কী লিখলেন মালাইকা আরোরা?

অর্জুনের কয়েক সেকেন্ডের এই ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সমাজিক যোগাযোগমাধ্যমে। তারপর দীপাবলির একদিন আগে মালাইকার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘মাত্র কয়েক সেকেন্ডের জন্য হৃদয় স্পর্শ করেও যেন আজীবন সে আত্মাকে ছুঁয়ে থাকতে পারে।’

ছয় বছরের সম্পর্ক অর্জুন-মালাইকার। হঠাৎ কী কারণে এমন পরিণতি? উত্তর খুঁজছেন অনেকেই। প্রশ্ন উঠেছে, কার কারণে বা কোন কারণে তাদের সম্পর্ক ভাঙল , যদিও এই প্রসঙ্গে দু’পক্ষই নীরাবতা বজায় রেখেছেন। তবে মালাইকার পোস্ট দেখে দুইয়ে দুইয়ে চার করছেন অনেকে। একটা সময় এই সম্পর্কের জন্যই একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে মালাইকার দিকে। বারবার তাঁকে সমালোচনায় বিদ্ধ করা হয়েছে। এবার সেই সম্পর্ক থেকে মুখ ফেরালেন অর্জুন! সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে।

সোমবার মুম্বাইয়ের শিবাজি পার্কে দীপাবলির একটি অনুষ্ঠানে যোগ দেন অর্জুন। সঙ্গে ছিল ‘সিংঘম অ্যাগেইন’-এর দলবল। একটি ভিডিওতে দেখা যায়, অর্জুন কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। সেখানে বারবার মালাইকা অরোরার নাম ধরে চিৎকার করছিলেন তারা। মালাইকার নাম শুনেই যেন আর আটকে রাখতে পারলেন না নিজেকে। হাসতে হাসতে অর্জুন বলেন, ‘আরে আস্তে, আমি এখন সিঙ্গেল।’ 

উত্তেজিত জনতার উদ্দেশে অর্জুন বলেন, ‘এরা বলছে টল অর হ্যান্ডসাম, আমার মনে হল বিয়ের কথা বলছে। তাই বললাম শান্ত হও।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়