শিরোনাম
◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ০৩:৪৭ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গরিব হতে পারি, কিন্তু কট খাইলে এয়ারপোর্টেই খামু’

হুট করে আলোচনায় পাভেল। তাকে কি গ্রেপ্তারে করা হয়েছে? ফেসবুকের একটি পোস্ট এর জেরে এমন প্রশ্নের উদ্রেক।  ব্যাচেলর পয়েন্টের আলোচিত অভিনেতা নোয়াখালীর বজরা বাজারের জাকির। যে কি না মোবাইলে গান ও ভিডিও ডাউনলোড করে দেন।  এই একমাত্র চরিত্র অভিনেতা পাভেলকে ব্যাপক খ্যাতি এনে দেয়, পাভেলের পরিবর্তে মানুষজন তাকে বজরা বাজারের জাকির বলে ডাকতে শুরু করে। ব্যাচেলর পয়েন্ট থেকে কাজল আরেফিন অমির একাধিক নাটকে অভিনয় করে নিজের জাত চেনান। 

মঙ্গলবার দুপুরে পাভেল ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যায় তার দুই দিকে পুলিশ। ছবিটি শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা। পাভেল এই ছবির ক্যাপশনে লিখেছেন, গরিব হতে পারি কিন্তু কট খাইলে এয়ারপোর্টেই খামু.... আর এ নিয়েই নানা প্রশ্ন। 
 
তবে বিভ্রান্ত হলেও খুব সহজেই অনুমান করা যায় এটি নিছক মজা করেই পোস্ট করেছেন তিনি।

সাইদুর রহমান পাভেল ২০১৫-১৬ সালে পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন জি বাংলায় ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৯’-এর মঞ্চ থেকে এসে তিনি এখন পুরোদস্তুর অভিনেতা। পাভেলের সহজ স্বীকারোক্তি, তাকে ‘পাক্কা অভিনেতা’ হিসেবে পরিচিতি এনে দিয়েছে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’।

সরকারিভাবে আগামী ২ বছরে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টাসরকারিভাবে আগামী ২ বছরে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
মীরাক্কেলের সেই সিজনে ফেসবুক ভোটে প্রথম হয়েছিলেন পাভেল। তবে চূড়ান্ত রায়ে তিনি হয়েছিলেন দ্বিতীয় রানারআপ। পরে দেশে ফিরে অভিনয়ে মন দেন। টুকটাক কাজ করে যাচ্ছিলেন। কিন্তু সেই কাজগুলোতে দর্শকদের মধ্যে ছড়াচ্ছিল না।

পাভেল বলেন, মীরাক্কেল থেকে ফিরে কাজ করেছি। কিন্তু সেই কাজগুলো অতোটা গ্রহণযোগ্যতা পায়নি। এখনকার ফ্রুটিকার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আশফাকুর রহমান রবিন ভাই আমাকে রেফারেন্স দেন অমি ভাইয়ের কাছে। অমি ভাই আমাকে সুযোগ দেয়ায় সেই সুযোগটা কাজে লেগেছে। এজন্য এই দুজন মানুষের কাছে আমার অসীম কৃতজ্ঞতা।

তিনি বলেন, বর্তমানে আমি যদি অভিনেতা পাভেল হয়ে থাকি তবে সেটা হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের কারণে। সেখানে বজরা বাজারের জাকিরের চরিত্রটি আমাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এই নাটকের আগে অনেক অনেক নাটকে কাজ করেছি কিন্তু মানুষের নজরে আসতে পারিনি। কিন্তু গ্রহণযোগ্যতা বা মানুষের কাছে আমার পরিচিতি এনে দিয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়