শিরোনাম
◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৪, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোনে হাসিনার হুমকি প্রসঙ্গে যা বললেন ফারুকী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়েছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সরব ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আন্দোলন থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার- সব বিষয় নিয়েই কথা বলেছেন এই নির্মাতা। এবার আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করলেন ফারুকী।

তার মতে, হাসিনা ফোনে হুমকি-ধমকি দিয়ে নিজের খুনি ইমেজ প্রমাণ করে যাচ্ছেন। 

সম্প্রতি শেখ হাসিনার কয়েকটি কল রেকর্ড ফাঁস হয়েছে, যা বেশ আলোচনার সৃষ্টি করেছে। অডিও রেকর্ডে তার দেশে ফেরার কথাও শোনা গেছে। কখনো আবার অন্তর্বর্তী সরকার, বিএনপি-জামায়াত নিয়েও মন্তব্য করেছেন তিনি।

মূলত সেসবের জবাবেই ফোনে হুমকি-ধমকির প্রসঙ্গ নিজের ফেসবুক স্ট্যাটাসে তুলে এনেছেন ফারুকী।

রবিবার (২৮ অক্টোবর) রাতে ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে ফারুকী লেখেন, ‘জামায়াতকে যে রকম ৭১ (১৯৭১ সালে মুক্তিযুদ্ধ প্রসঙ্গ) প্রশ্ন ডিল করতে হয়েছিল, এমনকি এখনো হচ্ছে। আওয়ামী লীগকেও ২০২৪ এবং তার আগের ১৬ বছর নিয়ে প্রশ্ন ডিল করতে হবে। এই সত্যটা আওয়ামী লীগ যত দ্রুত বুঝবে ততই তাদের এবং দেশের মঙ্গল।

এরপর আওয়ামী সরকারের বিভিন্ন অন্যায়-অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আপনি ভাব করবেন জুলাইয়ে ঝাঁকে ঝাঁকে মানুষ মারেন নাই, ১৬ বছর ধরে গুমের সংস্কৃতি কায়েম করেন নাই, নিজের ক্যাশিয়ার দিয়ে ব্যাংক লুটপাট করেন নাই, বিচার-নির্বাহী-পুলিশ বাহিনী ধ্বংস করে দেন নাই, এমনকি সেনাবাহিনীর ভেতর জিয়াউল আহসানের মতো নির্যাতনের টুল বানান নাই, সেটা হবে না। এত এত প্রমাণের যুগে অস্বীকার করাটা ব্র্যান্ড ইমেজ রক্ষা করার কোনো উপায় না।’

পোস্টের সবশেষে শেখ হাসিনাকে উদ্দেশ করে ফারুকী লিখেছেন, ‘আর ফোনে এসব হুমকি-ধমকি যে তার খুনি ইমেজটাই বড় করে তুলতেছে, এইটা বলার মতো লোকও পাশে নাই দেখে বুঝলাম, কিভাবে সে মনস্টার হয়ে উঠল।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়