শিরোনাম
◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৪, ১১:২৬ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি তোমাকে এভাবে জড়িয়ে ধরব, তুমিও এভাবে ধরবে: কাঞ্চন-শুভশ্রীর ভিডিও ভাইরাল

নায়িকা কাঞ্চনকে জাপটে ধরে বলতে শোনা যায়, কালকে বললে যে সোনা কোমরে ব্যথাটা কীসের জন্য হল বলব? এরপর শুভশ্রীর আবদার করে বলেন, ‘আমাকে জড়িয়ে ধরো না, আমি তোমাকে এভাবে জড়িয়ে ধরব, তুমিও এভাবে ধরবে। 

টালিউডের জনপ্রিয় অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের বিধায়ক কাঞ্চল মল্লিক প্রায় সময়ই সংবাদের শিরোনাম হয়েছেন তার একাধিক বিয়ের জন্য। বিশেষ করে তৃতীয়বারের মত যখন শ্রীময়ীকে বিয়ে করলেন; তখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চায় থাকেন কাঞ্চন। এরমধ্যে আরজি কর কাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের নিয়ে বিরূপ মন্তব্য করায় শুধু দলে নয়, ইন্ডাস্ট্রিতেও কোণঠাসা হয়েছে এই অভিনেতা। 

এসবের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে তার আদুরে আলাপের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, শুভশ্রী গাল টিপে আদর করছেন কাঞ্চনকে আর পিছনে রয়েছে সায়ন্তিকা।

এরপর কাঞ্চনের ভাব কাটাতেই পরিচালক রাজ চক্রবর্তী পাশ থেকে বলে উঠলেন, ‘জড়িয়ে ধর’। এই ভিডিওটি রাজ চক্রবর্তী পরিচালিত ‘অভিমান’ ছবির সেটের। যে ছবিতে দীর্ঘদিন পর আবারও রাজের নায়িকা হিসেবে দেখা গিয়েছিল শুভশ্রীকে। 

তখনও তাদের প্রেমের কাহিনি শুরু হয়নি। ছবির নায়কের চরিত্রে ছিলেন জিৎ। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। অভিমানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখ মিলেছিল কাঞ্চনের। শ্যুটিং-এর ফাঁকের এই খুনসুটির দৃশ্য সম্প্রতি শুভশ্রীর এক ফ্যান পেজে ভাইরাল হয়েছে। 

উল্লেখ্য, শুভশ্রীকে শেষ পর্দায় দেখা গিয়েছে বাবলি ছবিতে, যা পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। মেয়ে ইয়ালিনির জন্মের পর এই একমাত্র ছবিতে কাজ করেছেন শুভশ্রী। আপাতত মাতৃত্ব আর ক্যারিয়ার দুটো ব্যালেন্স করেই চলতে চান নায়িকা। এখনও নতুন কোনও প্রোজেক্টে হাত দেননি তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়