শিরোনাম
◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৪, ০২:৪৭ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'টাকার জন্য আর কত নিচে নামবেন' অভিনেত্রী নিয়া শর্মারকে নেটিজেনরা

মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ভারতে টেলিভিশন অভিনেত্রী নিয়া শর্মার ক্যারিয়ারের পথ অবশ্য খুব একটা সহজ ছিল না। তবে টাকার জন্য এবার এমন একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি; যার জন্য রীতিমতো নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি।

নিয়া শর্মা সোমবার সোশ্যাল মিডিয়ায় নারীদের একটি হেলথ সাপ্লিমেন্টের বিজ্ঞাপন পোস্ট করেন। বলাই বাহুল্য তিনি তাতে কাজ করেছেন, তাই সেটার প্রচার করছেন। আর সেই বিজ্ঞাপনে জানানো হয়েছে এই ওষুধের সাহায্যে যোনিপথ টাইট করা যাবে। এমন একটি পোস্ট করতেই তাকে রীতিমত তুলোধনা করেছেন নেটিজেনরা। এভাবে ভুয়ো তথ্য এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জিনিস প্রচারের জন্যও তাকে কটাক্ষ শুনতে হয়।

নিয়া সোমবার ইন্সটাগ্রামে এই বিজ্ঞাপন পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'কখনও কখনও কীভাবে একদম পারফেক্ট হওয়া যায় জীবন সেটাকেই খুঁজে চলে। সে আপনার পছন্দের জামা হোক বা অন্তরঙ্গ কিছু। পারফেক্ট টাইট অনুভব করুন।' 

তার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে নিয়া যা কিছু ঢিলেঢালা জামা হোক বা বোতলের ঢাকনা সব নিয়েই সমস্যায় পড়েছেন। এরপরই তাকে একটা একদম পারফেক্ট সাইজের ড্রেসে দেখা যায়। এবং বলতে শোনা যায়, 'ঠিকভাবে করুন এবং টাইট রাখুন।'

তরে এই প্রোস্টের কমেন্টে এক ব্যক্তি লেখেন, 'পাবলিক ফিগার হিসেবে ভক্তদের প্রতি তো আপনার কিছু দায়বদ্ধতা আছে নাকি? অনেকেই তারকাদের কথা শুনে ছিলেন। আজ কেউ যদি ওর কথা শুনে এই প্রোডাক্ট ব্যবহার করেন, তখন? বডি পজিটিভিটি ছড়ানোর বদলে ভুলভাল জিনিস ছড়াচ্ছেন।' 

দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এভাবে কিছু হয়? ভুল তথ্য দিচ্ছেন কেন?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'অসহ্য! এটা ২০২৪ সাল নাকি অন্য কিছু? এখনও লোকজন এতটা অবৈজ্ঞানিক ভাবনা চিন্তা কীভাবে রাখতে পারে?' চতুর্থ ব্যক্তি লেখেন, 'বাহ ভালোই চালাচ্ছেন আপনারা! টাকার জন্য আর কত নিচে নামবেন?'

  • সর্বশেষ
  • জনপ্রিয়