শিরোনাম
◈ আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত থেকে পণ্য আমদানি কতটা কমেছে? ◈ বঙ্গভবনের আজকের পরিস্থিতি বিষয়ে যা জানা গেল ◈ বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে আফগানিস্তানের দল ঘোষণা ◈ দুই গোলে পিছিয়ে থেকেও রিয়াল মাদ্রিদ হারালো বরুশিয়া ডর্টমুন্ডকে ◈ শ্রীলঙ্কার কাছে হেরে ইমার্জিং এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায় ◈ মেসির শরীরে লাগানো ক্যামেরায় খেলা লাইভস্ট্রিম হবে! ◈ আইজিপির কাছে পাঠানো হয়েছে হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা : চিফ প্রসিকিউটর ◈ সাগরে ঘূর্ণিঝড়, দেশের সব সমুদ্র বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত ◈ সরকারি কাজের গতি বাড়াতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৫ নির্দেশনা ◈ ড. ইউনূসের মেডিকেল টিম নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৬:২৩ বিকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২৪, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিব খানের পর এবার ‘শাবনূর সপ্তাহ’

শিমুল চৌধুরী ধ্রুব: [২] গেল জুলাই মাসে এক সপ্তাহে সুপারস্টার শাকিব খানের সাতটি সিনেমা প্রচার করে বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত। সেই সপ্তাহকে ‘শাকিব সপ্তাহ’ নামকরণ করেছিল চ্যানেল কর্তৃপক্ষ।

[৩] এবার তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের ভক্তদের জন্য এলো সুখবর। কারণ একইভাবে ‘শাবনূর সপ্তাহ’র ঘোষণা দেওয়া হয়েছে। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (৩ আগস্ট) থেকে শুক্রবার (৯ আগস্ট) প্রতিদিন দুপুর ২টায় শাবনূর অভিনীত একটি করে মোট ৭টি সিনেমা প্রচার করবে তারা।

[৪] এর মধ্যে ৩ আগস্ট প্রচার হবে আরিফ মাহমুদ পরিচালিত ‘খেয়া ঘাটের মাঝি’। সিনেমাটিতে শাবনূর ছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস, ববিতাসহ আরো অনেকে। ৪ আগস্ট প্রচার হবে ওয়াকিল আহমেদ পরিচালিত ‘ভুলোনা আমায়’। এতে অভিনয় করেছেন শাবনূর, বাপ্পি, আমিত হাসান প্রমুখ।

[৫] ৫ আগস্ট প্রচার হবে এফ আই মানিক পরিচালিত সিনেমা ‘দুই বধূ এক স্বামী’। এতে অভিনয় করেছেন শাবনূর, মান্না, মৌসুমী প্রমুখ। ৬ আগস্ট একই নির্মাতার সিনেমা ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’ প্রচার হবে। যেখানে অভিনয় করেছেন শাবনূর, মান্না, পূর্ণিমা প্রমুখ।

[৬] ৭ আগস্ট আবিদ হাসান বাদল পরিচালিত ‘তুমি শুধু তুমি’ সিনেমাটি প্রচার হবে। শাবনূর, রিয়াজ ছাড়াও অমিত হাসান রয়েছেন এই সিনেমায়। ৮ আগস্ট থাকছে নারগিস আক্তারের পরিচালনায় বাংলা সিনেমা ‘চার সতীনের ঘর’। এতে অভিনয় করেছেন আলমগীর, ববিতা, দিতি, শাবনূর, ময়ূরীসহ অনেকে।

[৭] সপ্তাহের শেষ সিনেমা হিসেবে প্রচার হবে ‘বলবো কথা বাসর ঘরে’। সিনেমাটি নির্মাণ করেছেন শাহ মো. সংগ্রাম। রোমান্টিক ঘরনার সিনেমাটিতে শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান। এতে আরও দেখা গেছে সাহারা, ওমর সানি, কাজী হায়াৎ, আনোয়ারাকে।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়