শিরোনাম
◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের!

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৪, ০৯:১৬ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ধ হয়ে গেল কলকাতার সকল সিনেমা ও সিরিয়ালের শুটিং

শিমুল চৌধুরী ধ্রুব: [২] গোপনে এসে বাংলাদেশে শুটিং করেছিলেন পশ্চিমবঙ্গের পরিচালক রাহুল মুখোপাধ্যায়। বিষয়টি প্রকাশ পেতেই নাখোশ হয় টলিউডের বেশ কয়েকটি সংগঠন। পরিচালককে তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করে সেখানকার ফিল্ম ফেডারেশন। সংগঠনগুলোর চাপে রাহুলকে নিজেদের ছবির পরিচালকের আসন থেকে সড়িয়ে দেয় প্রভাবশালী প্রযোজনা সংস্থা এসভিএফ। সূত্র: এই সময়

[৩] এরপর রাহুল তার বিরুদ্ধে ওঠা টেকনিশিয়ানদের বিল বাকিসহ সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। দেন প্রমাণও। নির্মাতার দেওয়া তথ্য প্রমাণ দেখে অপরাধ খুঁজে না পেয়ে তার ওপর থেকে নিষেধাজ্ঞার খড়গ সরিয়ে নেয় ডিরেক্টর গিল্ড। হারানো ছবির কাজও ফিরে পান রাহুল।

[৪] তবে নিজেদেরর অবস্থানে অনড় থাকেন টেকনিশিয়ানরা। রাহুলের উপস্থিতি দেখে শুটিং বন্ধ করেন তারা। ফলে বসে থাকতে হয় প্রসেনজিতের মতো সুপারস্টারকে। ফেডারেশনও ছিল টেকনিশিয়ানদের পক্ষে। সূত্র: আনন্দবাজার

[৫] বিষয়গুলো ভালোভাবে নেননি পরিচালকরা। তারা সকলে সরব হন রাহুলের পক্ষে। টেকনিশিয়ানরা কাজে না এলে তারাও শুটিং বন্ধ করে দেন। এতে সোমবার থেকে টলিউডের সিনেমা সিরিয়ালের শুটিং বন্ধ হয়ে যায় অনির্দিষ্ট কালের জন্য।

[৬] শেষ পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন শিল্পী-নির্মাতারা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, দেবের মতো তারকা মমতার বাসভবন নবান্নে গিয়েছিলেন। তাদের বৈঠকে উপস্থিত ছিলেন সেখানকার মন্ত্রী অরূপ বিশ্বাসও।

[৭] বৈঠকে এ সমস্যার কি সমাধান হয়েছে তা এ প্রতিবেদন লেখা অবদি জানা যায়নি। তবে ‘এক্স’ হ্যান্ডলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করেন সাংসদ-অভিনেতা দেব লিখেছেন ‘আশা করি, দ্রুতই সমাধান হয়ে যাবে।’ সূত্র: সংবাদ প্রতিদিন

[৮] এর আগে সোমবার দুপুরে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে বসেন পরিচালকেরা। তারপর বিকেলে টালিগঞ্জের টেকনিশিয়ানস স্টুডিওতে সাংবাদিক বৈঠক করে ফেডারেশন। সন্ধ্যায় সেখানেই পাল্টা বৈঠকে বসে ডিরেক্টরস গিল্ড। পরিচালকদের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অঞ্জন দত্ত, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অরিন্দম শীল, রাজ চক্রবর্তীসহ অনেকেই।

[৯] পরিচালকদের অভিযোগ, ফেডারেশন ইচ্ছেমতো একতরফা আইন তৈরি করে। ফলে বাংলা চলচ্চিত্র জগতে কাজের পরিসর ক্রমশ কমছে। ফিরে যাচ্ছেন বলিউডের বহু নির্মাতা। অন্যদিকে ফেডারেশনের অভিযোগ ছিল, পরিচালকদের একাংশ ‘ষড়যন্ত্র’ করে সোমবার শুটিং বন্ধ করেছেন।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়