শিরোনাম
◈ শিক্ষার্থীদের নতুন দল গঠনের ঘোষণা, রাজনীতিতে নানা আলোচনা ◈ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় খুনের ঘটনা ঘটাচ্ছে: আখতার হোসেন (ভিডিও) ◈ ভারতের সাম্ভালে মুসলিম সংসদ সদস্যকে বিদ্যুৎ চুরির জন্যে ২ কোটি টাকা জরিমানা ◈ কেউ যেন জাতির মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তোষ, ২০২৫ সালেই নির্বাচন চায় বিএনপি নেতারা ◈ পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে: সিটিটিসি প্রধান  ◈ বড়দিন উপলক্ষে নৌভ্রমণ, কঙ্গো প্রজাতন্ত্রে ৩৮ জনের প্রাণহানি ◈ বিএনপি অফিসে আ.লীগের হামলা, আহত ১০ ◈ ২৫ ক্যাডারের নতুন সংগঠন ◈ চলতি মাসের ২১ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৪, ০৮:৩১ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তুফান ২’ নিয়ে নতুন খবর দিলেন রায়হান রাফী

শিমুল চৌধুরী ধ্রুব: [২] গেলো ঈদে মুক্তি পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমা। এই সিনেমা মুক্তির পরপরই দর্শকদের চমক দিয়েছেন পরিচালক রাফী। শুরু থেকেই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে ছবিটি, একের পর এক রেকর্ড গড়েছে, ভেঙেছে।

[৩] দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সাড়া ফেলেছে রায়হান রাফী নির্মিত শাকিব খানের ‘তুফান’ সিনেমা। ছবিটি ভারতে মুক্তির পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন পরিচালক রায়হান রাফী। সেখানে প্রথমে তুফানের ৩টি সিক্যুয়েল নির্মাণের খবর আনেন নির্মাতা। এরপর আবারও গণমাধ্যমের সামনে পড়েন তিনি। জানালেন দ্বিতীয় সিক্যুয়েলে ঠিক কারা থাকছেন।

[৪] এই মুহূর্তে মার্কিন মুলুকে অবস্থান করছেন রায়হান রাফী। সেখান থেকে ফোনকলে নির্মাতা জানান, এখনও আসন্ন চিত্রনাট্য নিয়ে কিছুটা ঘষামাজা চলছে। মাস দুয়েকের মধ্যে ‘তুফান’-২ সিক্যুয়েলের শ্যুটিং শুরু হতে পারে।

[৫] রাফীর কথায়, ‘এবার আরও বড় পরিসরে আসবে তুফান ছবি। আগের ছবির প্রায় প্রত্যেক অভিনেতাই থাকবেন। টালিউডের প্রথম সারির আরও তারকা থাকতে পারেন এই ছবিতে।’

[৬] সিকুয়েলে মিমি চক্রবর্তী আছেন কী না, এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আগের ছবিতে মিমির মৃত্যু দেখানো হয়নি। ফলে, এই ছবিতেও তিনি থাকবেন। থাকবেন চঞ্চল চৌধুরীও। মিমির বিষয়টিও আমাদের মাথায় আছে। দেখা যাক।’

[৭] বিগত কয়েক মাস ধরে তুফান নিয়ে এদেশ-ওদেশ করে বহু ধকল গেছে নির্মাতার। তারপরও খুশি রায়হান রাফী, কারণ সবমিলিয়ে দর্শকেরা মুখ ফেরাননি ছবিটি নিয়ে। রাফী বলেন, ‘এবার একটু বিশ্রামের প্রয়োজন। না হলে পরের ছবিতে মন দিতে পারব না।‘

[৮] তবে আপাতত ধরে নেওয়া হচ্ছে, মার্কিন মুলুক থেকে বিশ্রাম শেষ করেই হয়ত দ্রুত তুফানের নতুন সিকুয়েল নিয়ে কাজ শুরু করবেন রায়হান রাফী। এর পর শ্যুটিং শুরু হতে আর কতক্ষণ?

  • সর্বশেষ
  • জনপ্রিয়