শিরোনাম
◈ শেখ হাসিনাকে ফেরাতে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন আসেনি ◈ মধ্যরাতে উত্তাল ঢাকা কলেজ, বিক্ষোভ মিছিল কর্মসূচি করেছেন সাধারণ শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান গ্রেফতার ◈ হরিণ শিকারের কারণেই বিষ্ণোই হয়ে উঠেছেন সালমান খানের প্রধান শত্রু ◈ বিএনপির নীতিনির্ধারকরা আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে দ্বিধাবিভক্ত (ভিডিও) ◈ বেনাপোলে জোড়া খুনে ৪ ভাইসহ পাঁচজনের যাবজ্জীবন ◈ শেখ হাসিনা আর রাজনীতি করার জন্য দেশে ফিরতে পারবে না: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ ‘ষড়যন্ত্র এখনও শেষ হয় নাই, ভোটের কোনো নিশানা কিন্তু দেখি না’ (ভিডিও) ◈ ঘূর্ণিঝড় ‘ডানা’ সম্ভাব্য যেসব উপকূলে আঘাত হানতে পারে ◈ বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের (ভিডিও)

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৪, ০৭:২০ বিকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নকল’ বন্দুকের গুলিতে মৃত্যু, রায় শুনে কাঁদলেন অভিনেতা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] শুটিংয়ের সময় ছোড়া নকল বন্দুকের গুলিতে চিত্রগ্রাহক (সিনেমাটোগ্রাফার) নিহতের মামলা থেকে রেহাই পেলেন হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইন। ২০২১ সালে হলিউড চলচ্চিত্র ‘রাস্ট’-এর শুটিংয়ের সময় প্রপস পিস্তল থেকে গুলি করেন অভিনেতা। সাধারণত সেখানে গুলি থাকার কথা না থাকলেও, সেদিন ছিল। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান সিনেমাটির ৪২ বছর বয়সী নারী চিত্রগ্রাহক হ্যালিনা হাচিন্স। সেসময় আহত হন সিনেমাটির পরিচালক জোয়েল সৌজাও। সূত্র: বিবিসি

[৩] এ ঘটনায় হ্যালিনার স্বামী ও তার পরিবার হত্যা মামলা করেন ‘দ্য ডিপার্টেড’ খ্যাত অভিনেতা অ্যালেকের বিরুদ্ধে। আলোচিত সেই মামলায় অবশেষে রেহাই পেলেন অ্যালেক। প্রমাণের অভাবে অভিনেতার বিরুদ্ধে সব অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে।

[৪] তিন বছর ধরে চলতে থাকা এই মামলার রায় হয়েছে গেল শুক্রবার (১২ জুলাই)। এসময় আদালতের রায় শুনে কেঁদে ফেলেন অ্যালেক বল্ডউইন। মামলায় দোষী প্রমাণিত হলে ১৮ মাসের কারাদণ্ড ভোগ করতে হতো তাকে। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস

[৫] শুরু থেকেই এ ঘটনাকে ‘অনিচ্ছাকৃত’ বলে দাবি করে আসছেন বল্ডউইন। তার ভাষ্য মতে, পিস্তলে গুলি ভরা ছিল তা তিনি জানতেন না। কেউ পিস্তলে গুলিটি ভরে রেখেছিলেন। একটি বুলেট, যেটি সেখানে থাকার কথা ছিল না। ফলে এটি পুরোপুরি একটি দুর্ঘটনা। তা ছাড়া নিহত হ্যাচিন্স তার বন্ধু ছিলেন। সূত্র: দ্য গার্ডিয়ান

[৬] বল্ডউইনের আইনজীবীরাও বলছেন, এ ঘটনায় হত্যার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। কারণ প্রপসের পিস্তলে গুলি থাকার কথা নয়, এবং থাকলেও সে কথা অভিনেতার জানার কথা নয়। এই দুর্ঘটনার পরে অভিনেতা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। দুর্ঘটনা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি জানান, তার কোনো ধারণাই নেই কিভাবে পিস্তলে গুলি এলো। সূত্র: সিএনএন

[৭] প্রয়াত সিনেমাটোগ্রাফারের পরিবারের দাবি, হাচিন্সের মৃত্যুর জন্য অ্যালেকই দায়ী। তবে অ্যালেক জানান, তিনি বন্দুকের ট্রিগারে চাপ দেননি। তিনি আরো দাবি করেন, শুটিং সেটে আগ্নেয়াস্ত্র পরীক্ষা করার দায়িত্ব ছিল পরিচালকের ওপর এবং পরিচালক নিজেই তাকে বলেছিলেন সিনেমাটোগ্রাফারের দিকে বন্দুক তাক করতে। এ ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় সিনেমাটির শুটিংও। বেশ আলোচনার জন্ম দেয় মামলাটি। অবশেষে আইনের শিকল থেকে মুক্ত হলেন হলিউড অভিনেতা।

[৮] পুলিশের তথ্য অনুযায়ী বল্ডউইনের হাতে বন্দুকটি তুলে দিয়েছিলেন সিনেমার সহ নির্মাতা। তারা দুজনেই জানতেন সেটি ‘নকল’ বন্দুক এবং সেটিতে কোনো গুলি ভরা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়