শিরোনাম
◈ প্রতিজ্ঞা করি আমরা যেন গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি অসম্মান না জানাই: ড. ইউনূস ◈ রাজধানীর ইসলামবাগে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট (ভিডিও) ◈ চীনা গাড়ির দখলে যাচ্ছে বিশ্ব, উদ্বেগ পশ্চিমা নির্মাতাদের: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন ◈ নির্বাচনের তারিখ নির্ভর করবে জুলাই চার্টারের ওপর: প্রেস সচিব ◈ রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শুরু ◈ টানা চার ম্যাচ জিতে শেষ ম্যাচে মেসির মায়ামির হোঁচট ◈ জাতীয় নাগরিক কমিটির ৪ নেতা থাকছেন ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে ◈ ঐকমত্য কমিশনের বৈঠকে কী অবস্থান নিচ্ছে বিএনপি ও অন্যান্য দল ◈ না ফেরার দেশে ‘আমি বাংলায় গান গাই’খ্যাত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ◈ আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড: অ্যাটর্নি জেনারেল (ভিডিও)

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৯:৫৭ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে মুখ থুবড়ে পড়ল তুফান, ১০ লাখের ঘরও ছুঁতে পারেনি

শিমুল চৌধুরী ধ্রুব: [২] উত্তম কুমারের শহরে কেন বাংলা ছবি দেখে না মানুষ? কলকাতায় গিয়ে প্রশ্ন রেখেছিলেন শাকিব খান। বাংলাদেশের সুপারস্টার তিনি। তবে ভারতের মানুষ হতাশ করল নায়ককে।

[৩] গত ৫ই জুলাই দেশটিতে মুক্তি পেয়েছে ঢালিউড ইন্ডাস্ট্রিতে সুনামি আনা সিনেমা ‘তুফান’। কিন্তু কলকাতায় সেই ঝড় তুলতে পারেনি ছবিটি। প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতিই চোখে পড়েনি। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় শাকিবের পাশে ছিলেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী। তুফান নিয়ে নির্মাতাদের তুমুল প্রত্যাশা থাকলেও সিকিভাগও পূরণ হয়নি ওপার বাংলায়।

[৪] বাংলাদেশে যেখানে এই সিনেমার টিকিট পেতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকেরা, সেখানে উল্টো চিত্রের দেখা মিলেছে কলকাতার হলগুলোতে। রীতিমতো মাছি তাড়াচ্ছেন হল মালিক, মাল্টিপ্লেক্সের মালিকেরা।

[৫] শুধু বাংলাদেশ নয়, দুবাই, বাহরাইন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুরসহ বেশকিছু দেশে তুফান দারুণ সাড়া পেয়েছে। তবে ভিন্ন চিত্র দেখা মিলেছে পার্শ্ববর্তী দেশ ভারতে।

[৬] তুফানের দুটি গান ‘লাগে উরাধুরা’ ও ‘দুষ্ট কোকিল’ ওপার বাংলাতেও হিট। তবে বক্স অফিসে তার প্রভাব পড়েনি। ব্যবসা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ফিগার সামনে আসেনি।

[৭] তবে স্যাকনিল্ক-এর রিপোর্টানুসারে প্রথম পাঁচ দিনে ভারত এই ছবির ব্যবসা মাত্র ৭ লাখ টাকা। অর্থাৎ ১০ লাখের গণ্ডিও পার করতে পারেননি শাকিব খান। যদিও বাংলাদেশ ও বিশ্বের অন্য প্রান্তের ব্যবসা মেলালে এই ছবি নাকি ৩৫ কোটির গণ্ডি পার করে ফেলেছে।

[৮] পরিচালক রায়হান রাফী এক সাক্ষাৎকারে বলেন, ‘তুফান বড় বাজেটের ছবি। বাংলাদেশে ১০-১৫ দিনের মধ্যে সেই টাকা আমরা ফিরে পেয়েছি। অসাধারণ ঘটনা। তার মানে, বাণিজ্যিক ছবির চাহিদা এখনও রয়েছে।’
 
[৯] পশ্চিমবঙ্গে তুফান ঝড় না ওঠা প্রসঙ্গে রাফি বলেন, ‘হাওয়া’র পর ‘সুড়ঙ্গ’-এর ক্ষেত্রে একটু ভালো ব্যবসা করেছে বাংলাদেশের ছবি। ‘তুফান’-এ সেটা আরও একটু ভালো হয়েছে। আমার বিশ্বাস, আগামী দিনে বাংলাদেশের ছবি পশ্চিমবঙ্গে আরও বেশি সংখ্যক দর্শককে আকর্ষণ করবে।

[১০] এদিকে শাকিব খানের শেষ তিনটি সিনেমা ‘তুফান’, ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ ১০০ কোটির বেশি আয় করেছে বিশ্বব্যাপী। এর মধ্যে তুফান সিনেমা ইতোমধ্যেই ৩৫ কোটির বেশি কালেকশন এনে দিয়েছে।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়