শিরোনাম
◈ ‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন ◈ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক ◈ গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাঁবেদারি করেছে : প্রেস সচিব  ◈ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ ভাতা বৃদ্ধির দাবীতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ০৮:৪৬ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজ চক্রবর্তীর পরের ছবিতে কাজ করবেন শাকিব খান?

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বাংলাদেশে ‘তুফান’ ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক সাড়া ফেললেও ওপার বাংলায় তেমন আশানুরূপ সাড়া ফেলতে পারেনি। দুই বাংলার যৌথ প্রযোজনার ছবি নিয়ে নানা আলোচনা উঠলেও শাকিব খান বাংলাদেশের সুপারস্টার। তিনি দুই বাংলাতেই কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন। 

[৩] বিশেষ করে ‘প্রিয়তমা’ ছবির মাধ্যমে ওপার বাংলার অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। তবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে যে শাকিব খান নাকি পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে চলেছেন। 

[৪] জানা যায়, ওপার বাংলায় ছবির প্রচারে যাওয়ার পর রাজের সঙ্গে এই নিয়ে আলোচনা হয়েছে শাকিবের। যদিও বা ব্যতিক্রম কিছুই না। শাকিবকে নিয়ে কাজ করতে পারেন ওপার বাংলার পরিচালক। 

[৫] সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে কাজ করার বিষয়ে মুখ খুলেন পরিচালক রাজ চক্রবর্তী। সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে কাজের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘না তো আমাদের এ বিষয়ে কোন কথা হয়নি।’ তিনি এই ঘটনা প্রসঙ্গে ইতিবাচক কোনো মন্তব্য করেননি।

[৬] রাজ চক্রবর্তীর শেষ কাজ আবারও অনুরাগীদের মাঝে বেশ প্রশংসিত হয়েছে। আগামী ছবি ‘বাবলি’ নিয়েও বেশ আশাবাদী পরিচালক। শুধু তাই নয়, গান এবং টিজার বেশ মন জয় করে নিচ্ছে দর্শকদের।

[৭] অনেকদিন পর শুভশ্রী আবারও রাজের পরিচালনায় কাজ করছেন। এদিকে শাকিব খানের হাতে বেশ কিছু নতুন ছবির কাজ রয়েছে। তুফানের সাফল্যে শাকিব বেশ উচ্ছ্বসিত।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়