শিরোনাম
◈ শুধু বাণিজ্য দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করলে ভুল হব: ড. দেবপ্রিয় ভট্টাচার্য ◈ ভারতের তৈরি পোশাক বাজারে বাংলাদেশের আধিপত্য ক্রমেই সুসংহত হচ্ছে ◈ ‘শতাব্দীসেরা’ জলোচ্ছ্বাসে ভেসে যাবে বাংলাদেশের উপকূল: এমআইটির গবেষণা ◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে নতুন মোড় ◈ মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেছে জনতা (ভিডিও) ◈ ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের টার্মিনাল ◈ মডেল মেঘনা আলমকে আটকের দিনই ঢাকা ছেড়েছেন সৌদি রাষ্ট্রদূত ◈ আমরা সকলেই একমত দেশে রাষ্ট্র সংস্কার জরুরি: আলী রীয়াজ ◈ মডেল মেঘনা ‘আর্থিক সুবিধা নেওয়ার জন্য’ তাঁর সঙ্গে প্রতারণার চেষ্টা করছেন, সৌদি রাষ্ট্রদূতের অভিযোগ ◈ রোববার যেসব জেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ০৫:২৯ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে এতটা ভালোবাসা পাব প্রত্যাশা করিনি: শাশ্বত চট্টোপাধ্যায়

শিমুল চৌধুরী ধ্রুব: [২] টালিউডের গণ্ডি পেরিয়ে এখন বলিউড, দক্ষিণী সিনেমাতেও নিয়মিত কাজ করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। সদ্য মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’তে খলচরিত্রে দেখা গেছে এই অভিনেতাকে।

[৩] বৃহস্পতিবার (৪ জুলাই) জীবনে প্রথমবার ঢাকায় এসেছেন তিনি। চরকির সিরিজ ‘গুলমোহর’ দিয়ে ঢাকার ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটছে তার। 

[৪] বাংলাদেশে আসা প্রসঙ্গে শাশ্বত বলেন, ‘বিমানবন্দরে পদার্পণের পর থেকে কী যে আপ্যায়নটা পাচ্ছি! এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশনে যিনি চেক করেছেন, তিনি আমাকে দেখে একটা হাসি দিলেন। এরপর আর্মড ফোর্সের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) সদস্যদের আবদার ছিল, কফি খেতেই হবে; কফি খেয়ে ছবি না তুলে বের হওয়া যাবে না! এয়ারপোর্ট থেকে হোটেলে গেলাম, যিনি গেট খুলছেন, তার থেকে অদ্ভুত ভালোবাসা পাচ্ছি। এতটা ভালোবাসা প্রত্যাশা করিনি। যতটা প্রত্যাশা করেছি, তার চেয়ে দশ গুণ বেশি ভালোবাসা পাচ্ছি।’

[৫] বাংলাদেশে তার বহু সংখ্যক ভক্ত অনুরাগী রয়েছে, তা জানতেনই না এই অভিনেতা। বলেন, ‘আমি টের পাইনি। আমি যত দূর জানি, টেলিভিশন ছাড়া এখানকার দর্শকেরা ওখানকার সিনেমা খুব একটা দেখেন না। ওটিটির দৌলতে এখন হয়তো দেখছেন, তবে এতটা দেখেন, সেটা জানতাম না।’

[৬] বাংলাদেশে আসার আগে তাকে এ বিষয়ে কিছুটা ধারণা দিয়েছিলেন অভিনেত্রী তারিন ও জয়া আহসান। এ প্রসঙ্গে শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, ‘তারিন, জয়া আহসানরা কিছুটা ধারণা দিয়েছিল; ওরা বলেছিল, ‘ওখানে একটু সাবধানে নেমো। মাস্ক ও টুপি পরে থেকো।’ কিন্তু এতটা ভালোবাসা প্রত্যাশা করিনি।’

[৭] উল্লেখ্য, শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘এটা আমাদের গল্প’ নামে একটা বাংলা সিনেমা ইতোমধ্যে চলছে। তার অভিনীত দক্ষিণী সিনেমা ‘কল্কি’ও কাঁপাচ্ছে বিশ্বজুড়ে। এরই মধ্যে সৈয়দ আহমেদ শাওকীর ‘গুলমোহর’ এর শ্যুটিং শুরু করলেন তিনি।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়