শিরোনাম
◈ রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ১৫ নেতা বহিষ্কার ◈ শিক্ষার্থীদের নতুন দল গঠনের ঘোষণা, রাজনীতিতে নানা আলোচনা ◈ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় খুনের ঘটনা ঘটাচ্ছে: আখতার হোসেন (ভিডিও) ◈ ভারতের সাম্ভালে মুসলিম সংসদ সদস্যকে বিদ্যুৎ চুরির জন্যে ২ কোটি টাকা জরিমানা ◈ কেউ যেন জাতির মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তোষ, ২০২৫ সালেই নির্বাচন চায় বিএনপি নেতারা ◈ পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে: সিটিটিসি প্রধান  ◈ বড়দিন উপলক্ষে নৌভ্রমণ, কঙ্গো প্রজাতন্ত্রে ৩৮ জনের প্রাণহানি ◈ বিএনপি অফিসে আ.লীগের হামলা, আহত ১০ ◈ ২৫ ক্যাডারের নতুন সংগঠন

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ০৮:৩৪ রাত
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি বাঙালির মনের রাজা: শাকিব খান (ভিডিও)

শিমুল চৌধুরী ধ্রুব: [২] আড়াই দশকের পথচলা শাকিব খানের। লম্বা এই সময়ে খেটে খেটে নিজেকে নিয়েছেন ঢালিউডের কিংয়ের আসনে। শাকিবকে এই জায়গায় আনতে সবচেয়ে বেশি অবদান ভক্তদের ভালোবাসার। ভক্তদের মনে তার আধিপত্য যে কতটা ভালো করেই জানেন তা। সেকারণেই সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেকে বাঙালির মনের রাজা হিসেবে ঘোষণা করলেন এ নায়ক।

[৩] কিং খানের কাছে প্রশ্ন ছিল, শাকিব খান বাংলাদেশের ‘রাজা’। কেউ বলেন, মুডি। এই রাজার রাজত্বটা আসলে কেমন?’ উত্তরে শাকিব বলেন, ‘সত্যিই যদি আমি রাজা হতাম! মুডি হয়তো তারা ভাবেন, যারা আমাকে সামনে থেকে দেখেননি। আপনার কি মনে হলো, আমি মুডি? আমার শত্রুরাও আছেন, আসলে রাজত্ব দুইভাবে পাওয়া যায়। যুদ্ধ করে পাওয়া যায়। বা যুদ্ধ ছাড়া ভালোবাসা দিয়ে পেতে হয়। আমি যুদ্ধ না করে রাজত্ব পেয়েছি। আমি বাঙালির মনের রাজা।’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

[৪] সামনের পথচলা নিয়েও কথা বলেছেন নায়ক। এখন থেকে বছরে একটা ছবি করবেন? এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন, গত বছর থেকে এখন অবধি তিনটি ছবি মুক্তি পেল। তিনটি ছবিই ভালো করেছে। গত বছর থেকে আমার ছবির জন্য গ্লোবাল মার্কেটে একটা গোল সেট করেছি। বাইরে থেকে আসার সময়ে বুঝতে পারছিলাম, বিভিন্ন দেশে মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা আছে। তখন মনে হলো, শুধু বাংলার গণ্ডির মধ্যে কেন আটকে থাকব? ওপার বাংলা বা এপার বাংলায় ছবি রিলিজ করে কেন থেমে যাব? বিশ্বে এখন ৪০ কোটি বাঙালি! ‘প্রিয়তমা’ দিয়ে এই জার্নিটা শুরু করেছিলাম।

[৫] ৫ জুলাই ভারতে মুক্তি পেয়েছে তুফান। ছবিটির প্রচারণায় ভারতে গেছেন কিং খান। তাকে অভ্যর্থনা জানাতে এসেছিলেন পশ্চিমবঙ্গের একঝাঁক তারকা।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/19YcZYt6pEo?si=koGGjws0tK7AHbWk" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়