শিরোনাম

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ০৪:৫৭ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২৪, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সর্বস্তরে কোটা পদ্ধতি বাতিল চান নায়ক ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] সম্প্রতি সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই পদ্ধতি নিয়ে অনেকে অনেক কথা বলছেন। যদিও বিষয়টি নিয়ে এখনও আদালত কোনো সিদ্ধান্ত দেয়নি। গত কয়েকদিনে রাজধানী থেকে শুরু করে এই আন্দোলনের দাবি ছড়িয়ে পড়েছে জেলা পর্যায় পর্যন্ত। 

[৩] সোমবার (৮ জুলাই) দুপুরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিমত তুলে ধরেছেন সিনেমা জগতের প্রবীণ চিত্রনায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। যাকে সকলে সিনেমা জগতে নায়ক সোহেল রানা বলে চেনেন। সোহেল রানা একজন মুক্তিযোদ্ধা হিসেবে চাকরিতে এই কোটা সিস্টেম বাতিলের পক্ষে তার অভিমত তুলে ধরেছেন ভেরিফাইড ফেসবুক আইডিতে। 

[৪] সোহেল রানা তার স্ট্যাটাসে পাঠকদের উদ্দেশ্যে লিখেছেন, ‘মুক্তিযোদ্ধাদের নাম বারবার বলা হচ্ছে কেন, দেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর। তার সাথে যদি আরও ১২ বছর যোগ করা হয় তাহলে তার বয়স হয় ৬৫। এই বয়সে তো নিশ্চয়ই কেউ চাকরির জন্য চেষ্টা করে না বা স্কুল-কলেজে ভর্তি হয় না। তাদের সন্তানদের বাবার কারনের জন্য কোটা সিস্টেমে চাকরি এবং ভর্তি হতে হবে এটা মুক্তিযোদ্ধাদের অপমান করার শামিল। নিজ ম্যারিটের গুণে তারা ভর্তি হবে পরীক্ষা দেবে এবং চাকরিতেও ইন্টারভিউ দেবে। আমরা মুক্তিযোদ্ধারা কখনো এ ধরনের সুযোগ চাইনি। সম্মান যখন নেই তখন এই ধরনের সুযোগ দিয়ে তার সন্তানদেরকেও সম্মান দেখানো একটা অপচেষ্টা মাত্র।

[৫] সম্মানী দেওয়া ছাড়া তাদের জন্য আপনারা কি করেছেন? তাদের জন্য মায়া কান্না করেছেন, ড্রেস থেকে শুরু করে চিকিৎসা বা চলাফেরা কোনো কিছুতেই কোনো সুযোগ দেওয়া হয়নি। তাই আমরা কখনোই কিছু চাইনি। জাতির পিতার নির্দেশে দেশ স্বাধীন করার দরকার ছিল আমরা সেটাই করেছি। সর্বস্তরে এই কোটা সিস্টেম বাতিল করা হোক এটা দেশের সকলের দাবি।’

[৬] এমন পোস্টের ঠিক এক ঘন্টা পর আরেকটি পোস্ট করেন সোহেল রানা। সেখানে তিনি লেখেন, ‘চাষাবাদ করলেও একটি সিআইপি কার্ড পাওয়া যায়। দেশের জন্য যুদ্ধ করে মুক্তিযোদ্ধাদেরও একটি কার্ড দেয়া হয় কিন্তু তা কোন জায়গায় ব্যবহার করার জন্য কাজে আসে না, ভিআইপি বা সিআইপি তো নয়ই। আমরাই নাকি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। আহারে জীবন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়