শিরোনাম
◈ তেলের ট্রাকে বিস্ফোরণ, ৪শ ব্যারেল তেলসহ পুড়ল ৮ দোকান ◈ রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ১৫ নেতা বহিষ্কার ◈ শিক্ষার্থীদের নতুন দল গঠনের ঘোষণা, রাজনীতিতে নানা আলোচনা ◈ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় খুনের ঘটনা ঘটাচ্ছে: আখতার হোসেন (ভিডিও) ◈ ভারতের সাম্ভালে মুসলিম সংসদ সদস্যকে বিদ্যুৎ চুরির জন্যে ২ কোটি টাকা জরিমানা ◈ কেউ যেন জাতির মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তোষ, ২০২৫ সালেই নির্বাচন চায় বিএনপি নেতারা ◈ পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে: সিটিটিসি প্রধান  ◈ বড়দিন উপলক্ষে নৌভ্রমণ, কঙ্গো প্রজাতন্ত্রে ৩৮ জনের প্রাণহানি ◈ বিএনপি অফিসে আ.লীগের হামলা, আহত ১০

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৪, ১১:৫৮ রাত
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তুফান’ নিয়ে নেতিবাচক প্রচারণা, ইলিয়াস কাঞ্চনকে প্রশ্ন অপুর 

শিমুল চৌধুরী ধ্রুব: [২] সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই বিড়ম্বনার শিকার হতে হয় তারকাদের। অভিনয়শিল্পীদের নামে একাধিক ফেসবুক আইডি, পেজ কিংবা গ্রুপ খুলে প্রতারণা করতে দেখা যায় একদল চক্রকে। এক্ষেত্রে তারকারাও বেশ সাবধান থাকেন। 

[৩] তবে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ক্ষেত্রে দেখা গেল ভিন্ন চিত্র। তার অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নিয়মিত শেয়ার হচ্ছে বিভিন্ন সংবাদের লিংক। যেই সংবাদমাধ্যমের প্রধান সম্পাদকের দায়িত্বে রয়েছেন এই চিত্রনায়ক। 

[৪] সম্প্রতি ইলিয়াস কাঞ্চনের ভেরিফায়েড ফেসবুক পেজে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমা নিয়ে একটি প্রতিবেদন শেয়ার করতে দেখা গেছে। ‘কলকাতায় বড় ধাক্কা খেল তুফান’ শিরোনামে সেই সংবাদটি শাকিব ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। 

[৫] যেখানে যোগ দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজেও। ইলিয়াস কাঞ্চনের ফেসবুকে পেজে শেয়ার হওয়া শাকিব খানের সিনেমা নিয়ে নেতিবাচক সংবাদ দৃষ্টিগোচর হয়েছে নায়কের প্রাক্তন স্ত্রীর। যেটা মোটেও ভালোভাবে নেননি তিনি। 

[৬] সরাসরি ইলিয়াস কাঞ্চনের প্রতি প্রশ্ন রেখে তাকে সালাম দিয়ে অপু বিশ্বাস জিজ্ঞেস করেন, ‘আসসালামু আলাইকুম। আপনি একজন গুণী এবং অভিভাবক ইন্ডাস্ট্রির জন্য, আপনার এই সংবাদটি শেয়ার দেওয়া দেখে ভাবলাম আসলে কি এটা আপনি?’

[৭] নায়িকার প্রশ্নের কোনো জবাব দিতে দেখা যায়নি ইলিয়াস কাঞ্চনকে। তবে এক নেটিজেন অপু বিশ্বাসের সেই মন্তব্যের জবাব দিয়েছেন। যেখানে তিনি অপুকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘এটা এডমিন পোস্ট। ইলিয়াস কাঞ্চন হয়তো এসবের কিছুই জানেন না।’ পাল্টা প্রতিক্রিয়ায় অপুও বিষয়টি বুঝতে পেরেছেন বলে আশ্বস্ত হয়েছেন।  

[৮] অন্যদিকে ইলিয়াস কাঞ্চন, শাকিব খান ও জিৎ ইস্যুতে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিতে দেখা গেছে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে। রোববার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এই উপস্থাপক লেখেন, কলকাতার নায়ক জিতের ভক্তরা শাকিব খানের তুফান নিয়ে নেগেটিভ ক্যাম্পেইন করল। ইলিয়াস কাঞ্চন ভাই তা শেয়ার করল। দুই পক্ষেরই যুক্তি আছে। আমরা তা বুঝি। জিৎ, শাকিব খানকে কলকাতায় জায়গা দিতে চায় না। আর ইলিয়াস কাঞ্চন ভাই চায় না, বেদের মেয়ে জোসনার রেকর্ড কেউ ভাঙুক। এ বিষয়গুলো মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া। একটা সময় পর্যন্ত অন্তরে পুষে রাখে। বেশি গায়ে লাগলে পরে প্রকাশ করে ফেলে।

[৯] তবে নেটিজেনরা মনে করছেন, ইলিয়াস কাঞ্চন নিজ থেকে শাকিবের সিনেমা নিয়ে কোনো নেতিবাচক প্রচারণা চালাননি। এই পেজ যারা নিয়ন্ত্রণ করছেন, তারাই একটি নির্দিষ্ট সংবাদমাধ্যমের সকল খবর প্রতিমূহুর্তে সেখানে শেয়ার করছেন।

[১০] এদিকে নিজের ভেরিফায়েড পেজে শাকিব খানের সিনেমা নিয়ে নেতিবাচক সংবাদ প্রচারের বিষয়ে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও ইলিয়াস কাঞ্চনের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়