শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৪, ০৭:১৩ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজার শিশুদের জন্য অনুদান সংগ্রহ আইরিশ অভিনেত্রীর

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে প্রায় ৯ মাস ধরে। এই সময়ের মধ্যে দখলদার বাহিনীর আগ্রাসনে প্রাণ হারিয়েছে ৩৮ হাজারের বেশি মানুষ, যাদের বেশির ভাগই শিশু ও নারী। এই সংঘাতে এতিম হয়েছে প্রায় ২০ হাজার শিশু।

[৩] গাজার এসব অসহায় শিশুদের সাহায্যের জন্য বিশ্বের অনেক তারকা এগিয়ে এসেছেন। এবার তাদের সহায়তায় এগিয়ে এসেছেন নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ব্রিজারটন’-এ পেনেলোপ ফেদারিংটন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিত পাওয়া আইরিশ অভিনেত্রী নিকোলা কফলান। সূত্র: এআরওয়াই নিউজ

[৪] সামাজিকমাধ্যমে প্রচারণার মাধ্যমে নিকোলা কফলান ফিলিস্তিনের শিশুদের জন্য ২০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছেন। এই অর্থ অনুদান হিসেবে দিয়েছেন তিনি।

[৫] জানা গেছে, নিকোলা কফলান এই ২০ লাখ মার্কিন ডলার প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ডে (পিসিআরএফ) দান করেছেন। এই উদ্যোগের জন্য সংস্থাটি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সূত্র: দ্য ডন

[৬] সংস্থাটি এক্স হ্যান্ডেলের এক বিবৃতিতে জানিয়েছে, ‘ব্রিজারটন’ তারকা নিকোলা কফলানকে ২০ লাখ মার্কিন ডলার সংগ্রহ এবং তা সরবরাহের জন্য ধন্যবাদ। ত্রাণ, পুনরুদ্ধারের প্রচেষ্টা এবং শান্তির সমর্থনে, বাস্তুচ্যুত শিশু ও দরিদ্র পরিবারগুলোর জন্য মানবিক সহায়তা, চিকিৎসা এবং ত্রাণ প্রদানের জন্য তাকে ধন্যবাদ।

[৭] এই আইরিশ অভিনেত্রীর প্রচেষ্টা শুধু তহবিল সংগ্রহেই সীমাবদ্ধ নয়, বরং ফিলিস্তিনের পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেও সাহায্য করেছে।

[৮] এক সাক্ষাৎকারে নিকোলা কফলান বলেছিলেন, ‘আমি আমার স্বপ্নের কাজ করছি এবং বিশ্ব ভ্রমণে যাচ্ছি। তবে বর্তমানে গাজার দক্ষিণের ছোট শহর রাফাতে কী ঘটছে, সেই সম্পর্কেও যথেষ্ট সচেতন আমি।’ সূত্র: ইউএসএ টুডে

[৯] নিকোলা কফলানকে বিভিন্ন সময় ফটোশুটে এবং ‘ব্রিজারটন’র প্রচারণার সময় যুদ্ধবিরতি ও শিল্পীদের নিরাপত্তার প্রতীক ব্যাজ পরা অবস্থায় দেখা গেছে। নিকোলো কফলানের বাবা মধ্যপ্রাচ্যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলেন। সত্তরের দশকের শেষ দিকে তার পরিবার জেরুজালেমে বসবাস করত। এ কারণে অঞ্চলটির প্রতি গভীর টান এই আইরিশ অভিনেত্রীর।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়