শিরোনাম
◈ বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে কেউ জুলুম চালাতে পারবে না : ইরান ◈ দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলকে সমর্থন নিয়ে ড. ইউনূসকে যা বলেন মোদি ◈ ড. ইউনূস-মোদি ৪০ মিনিটের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা করেন ◈ লাশের স্তুপে পরে থাকা কানাই লাল জানালেন সেই নৃশংস গণহত্যার ঘটনা ◈ ৭২ ঘন্টা পর চোখ খুলেছে শিশুটি, এক আসামি গ্রেফতার ◈ থাইল্যান্ডকে ভিসা সহজীকরণসহ যেসব বিষয়ে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ◈ ইউনূস-মোদি বৈঠকে আশার আলো তৈরি হয়েছে: ফখরুল ইসলাম ◈ পাচার হওয়া অর্থ ফেরাতে শ্রীলঙ্কার সহায়তা চেয়েছে সরকার ◈ বিমসটেক মহাসচিবকে যে উদ্যোগ নিতে বললেন ড. ইউনূস

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৪, ০৭:১৮ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫০০ পরিবারের দায়িত্ব নিলেন রামচরণ

শিমুল চৌধুরী ধ্রুব: [২] শুধু পর্দার তারকা নন, মানবিক কাজেও সব সময় পাওয়া যায় দক্ষিণ ভারতের সুপারস্টার রামচরণকে। তিনি আর স্ত্রী উপাসনা কোনিদেলি ৫০০ ড্যান্সারের পরিবারের ইনস্যুরেন্সের দায়িত্ব নিয়ে এবার আলোচনায় এসেছেন। খবরটি সংবাদমাধ্যমে জানিয়েছেন কোরিওগ্রাফার জানি মাস্টার। সূত্র: ইন্ডিয়া টুডে

[৩] রামচরণ আর উপাসনার সঙ্গে ছবি পোস্ট করে কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক মাধ্যমে জানি লেখেন, কঠিন সময়ে যারা সাহায্যের হাত বাড়িয়ে দেন, তারাই ঈশ্বর। মনে আছে, ড্যান্সার ইউনিয়নের দাবি নিয়ে যখন তাদের কাছে গিয়েছিলাম, তখন পাশে দাঁড়িয়েছিলেন তারা।

[৪] জানি আরও লেখেন, ‘৫০০ জন ড্যান্সার আর তাদের পরিবারের ইনস্যুরেন্সের খরচ নিজেদের কাঁধে তুলে নেওয়ার কথা দিয়েছিলেন তারা। শুধু কথা রাখাই নয়, প্রতিটি পরিবারের সদস্যদের সঙ্গে আলাদা করে কথা বলে তাদের আশ্বস্ত করেছিলেন। রাম-উপাসনার এই উপকার আমার আর আমাদের হৃদয়ে সব সময়ে থাকবে। তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব চিরকাল।

[৫] উল্লেখ্য, এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন রামচরণ। চলতি বছরই এস শংকরের পরিচালনায় ‘গেম চেঞ্জার’ সিনেমায় দেখা যাবে তাকে। এ সিনেমায় তার বিপরীতে রয়েছেন কিয়ারা আদভানি। সূত্র: হিন্দুস্থান টাইমস

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়