শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৪, ০৭:১০ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নয়া প্রেমে ডুয়া লিপা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] নতুন প্রেমে জড়িয়েছেন ব্রিটিশ-আলবেনীয় গায়িকা ডুয়া লিপা। প্রেমিক হিসেবে ব্রিটিশ অভিনেতা ক্যালুম টার্নারের নাম এসেছে। মাস ছয়েক আগে ক্যালুম টার্নার অভিনীত মাস্টার্স অন এয়ার সিরিজের প্রিমিয়ারে হাজির হয়েছিলেন ডুয়া লিপা। সেখানে দুজনকে একসঙ্গে নাচতে দেখা যায়। সূত্র: পেজ সিক্স

[৩] এরপর থেকে গুঞ্জন ডালপালা মেলেছিল, প্রেমে পড়েছেন ডুয়া লিপা। প্রেম গোপন রেখে রহস্যটা জিইয়ে রেখেছিলেন এই জুটি। তবে বেশ কয়েকটি আয়োজনে তাদের একসঙ্গে দেখা গেছে।

[৪] এর মধ্যে যুক্তরাজ্যের গ্লাস্টনবারি ফেস্টিভ্যালে একসঙ্গে দেখা গেছে তাদের। ডুয়া লিপার ছোট ভাই জিন লিপার এক ভিডিওতে দেখা গেছে, হাত ধরে হাঁটছিলেন ক্যালুম টার্নার ও ডুয়া। ডুয়ার কপালে আলতো করে চুমু দিয়েছেন প্রেমিক ক্যালুম। সূত্র: স্কাই নিউজ

[৫] তবে এবার নিজেই প্রথমবার প্রেমিকের সঙ্গে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ২৮ বছর বয়সী এ তারকা। ইনস্টাগ্রামে ক্যালুম টার্নারের সঙ্গে ছবিটি পোস্টের মাধ্যমে গুঞ্জনকে ভিত্তি দিলেন তিনি।

[৬] এর আগে গায়ক আনোয়ার হাদিদের সঙ্গে প্রেম করেছেন ডুয়া লিপা। ২০২১ সালে সেই প্রেমে বিচ্ছেদের পর ফরাসি নির্মাতা রোমেইন গ্রাভরাসের সঙ্গে প্রেম করেছেন তিনি। সেই প্রেমে ইতি টানার পর ক্যালুম টার্নারের সঙ্গে প্রেম করছেন। ফ্যাশন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ক্যালুম টার্নারকে বেশ কয়েকটি সিনেমা ও সিরিজে দেখা গেছে।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়