শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৪, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনী মাঠ প্রস্তুত হচ্ছে, আস্থা রাখতে চায় দলগুলো

মহসিন কবির: রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়ে আসছিলো। অবশেষ গঠন করা হলো নির্বাচন কমিশন। রোববার নতুন কমিশন শপথ নিবেন। এরপর শুরু হবে নির্বাচনী যাত্রা। রাজনৈতিক দলগুলো নতুন এ নির্বাচন কমিশনের ওপর অস্থা রাখতে চায়। সহায়তা করতে সব কাজে। ইতোমধ্যে তারা জানিয়েছে। 

এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে উচ্চ আদালতে ত্রয়োদশ ও পঞ্চদশ সংশোধনী বাতিলের শুনানিও চলছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে আরেক ধাপ এগিয়ে যাবে নির্বাচনী ব্যবস্থা।  

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত বুধবার বলেছেন, নির্বাচনের লক্ষ্যে ট্রেন ইতোমধ্যেই প্রথম স্টেশন ছেড়েছে; একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করবে।

দেশের নির্বাচনব্যবস্থা সংস্কারে একগুচ্ছ সুপারিশ করেছেন দেশের গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন, ঘূর্ণায়মান পদ্ধতিতে সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদে নারী প্রতিনিধিত্ব নির্বাচন, রাষ্ট্রীয় খরচে নির্বাচনী প্রচারের ব্যবস্থা এবং গণমাধ্যমের প্রবেশাধিকার নিশ্চিতসহ বেশ কিছু সুপারিশ করেছেন তারা। বৃহস্পতিবার (২১নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে নির্বাচন সংস্কার কমিশনের মতবিনিময়ে তরা এসব সুপারিশ করে। 

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব গ্রহণ করে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপরই দেশের বিভিন্ন খাতের সংস্কারে ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়। প্রধান বিচারপতি, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধানসহ পুলিশ-প্রশাসনে আসে ব্যাপক পরিবর্তন। সংস্কারের অংশ হিসেবে দশটি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। আগামী জানুয়ারির শুরুতেই এসব কমিশন তাদের সুপারিশ দাখিল করবে সরকারের কাছে। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

এসব কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দল। তবে জামায়াত অবশ্য বরাবরই বর্তমান সরকারকে দেশ সংস্কারে যৌক্তিক সময় দেওয়ার কথা বলে আসছে। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরও দাবি, নির্বাচনের আগেই প্রয়োজনীয় সব সংস্কার সম্পন্ন করতে হবে।

এমন পরিস্থিতির মধ্যেই বিগত সরকারের সময় পাস করা আইনের আলোকে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন এই নির্বাচন কমিশনই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবে।

ছাত্র-জনতার আন্দোলনে সরকার পরির্বতনের এক মাসের মাথায় গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করেন কাজী হাবিবুল আউয়াল কমিশন। এরপর দেড় মাস কমিশন-শূন্য ছিল ইসি সচিবালয়। 

এই সরকার কত দিন থাকবে, কবে নির্বাচন হবে- এ নিয়ে নানা আলোচনা রয়েছে। একটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারে বর্তমান সরকারের মেয়াদ ‘চার বছর’-এর কাছাকাছি বলে প্রচার হয়। সরকারের অন্যান্য উপদেষ্টারা কম সময় থাকার ইঙ্গিত দিয়েছেন। 

নির্বাচনের রোডম্যাপ ও সংস্কার প্রসঙ্গে ওই সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, আমরা সমান্তরালভাবে দুটো রাস্তায় চলছি। সমান দৃষ্টিভঙ্গি ও সমান প্রচেষ্টা- দুটোর পেছনেই থাকবে। একটি সংস্কারের রাস্তা। আরেকটি হলো নির্বাচনের রাস্তা, যার সঙ্গে সংস্কারের কোনো সম্পর্ক নেই। কমিশন তার মতো চলবে। সেটা তো আমার নিয়ন্ত্রণে নেই। সেখানে যা যা দরকার সেটা হবে।

এমন পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মঙ্গলবার (১৯ নভেম্বর) মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ’ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নে বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি কাক্সিক্ষত ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে পারে।

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এ কথা বলেন। আসিফ নজরুল আরও বলেন, অন্তর্বর্তী সরকারে যাঁরা আছেন, তাঁদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের পেশায় ফিরে যাওয়ার জন্য আগ্রহী।

এররআগে ২০২৫ সালের মধ্যে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করা হতে পারে বলে জানিয়েছিলেন আসিফ নজরুল। তিনি বলেছেন, সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনসহ নির্বাচনপূর্ব প্রস্তুতি সম্পন্ন করে আগামী বছরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা হতে পারে।

নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, সব আনুষ্ঠানিকতা সেরে অফিশিয়াল রিঅ্যাকশন দেওয়া যাবে। এ দায়িত্ব যখন এসেছে, আমাদের সুষ্ঠুভাবে পালন করতে হবে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে। তিনি আরও বলেন, ১৮ বছর ধরে ভোটাধিকারের জন্য যুদ্ধ করার মধ্যে জুলাই অভ্যুত্থানের ‘শহীদ ও আহতদের’ রক্তের সঙ্গে নতুন নির্বাচন কমিশন বেইমানি করবে না। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই তিনি নেবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

৭১ বছর বয়সী নাসির উদ্দীন বলেন, একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের জন্য যা যা করা দরকার, আমরা তা করব ইনশাআল্লাহ।

নতুন নির্বাচন কমিশন গঠনের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে দেশ নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করল। এখন এই বার্তা গেল জনগণের কাছে। আমীর খসরু আরও বলেন, ‘এই নির্বাচন কমিশন ভোটের জন্য যে প্রস্তুতি বা যে প্রক্রিয়া তার কতটুকু করতে পারেন, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ গণমাধ্যমকে বলেছেন, নতুন কমিশন অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে আস্থার প্রমাণ দেবে, সেটা জামায়াতের প্রত্যাশা। এ ছাড়া ইসলামি দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ছাড়া অন্যদের সম্পর্কে ধারণা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়