শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ১১:৪৬ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইডেন কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ 

ইডেন কলেজ প্রশাসনের নিয়ম সংশোধন করে রাত ১০টা পর্যন্ত ক্যাম্পাসের মূল ফটক খোলা রাখার দাবিতে বিক্ষোভ করছেন কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কলেজের আবাসিক হল এলাকায় বিক্ষোভ শুরু করে তারা।

জানা গেছে, কলেজ প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন রাত ৯টার মধ্যে ক্যাম্পাসের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হবে এবং রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে শিক্ষার্থীদের হলে হাজিরা দিতে হবে। এই নিয়ম সংশোধনের দাবিতেই মূলত ছাত্রীদের এই বিক্ষোভ বলে জানা গেছে।

এছাড়াও, সম্প্রতি প্রণীত আবাসিক হলের নীতিমালার অন্যান্য বেশ কিছু ধারা নিয়েও ছাত্রীরা অসন্তোষ প্রকাশ করেছেন। নতুন নীতিমালায় কক্ষে কোনো প্রকার ইলেকট্রনিক সামগ্রী রাখার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বলা হয়েছে, হিটার, রাইস কুকার, হেয়ার স্ট্রেইটনার, ইলেকট্রনিক কেটলি, রুম হিটার, এয়ার কুলার, ফ্রিজার ইত্যাদি পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে এবং জরিমানাও ধার্য করা হবে।

এছাড়া ফ্রিজার, এয়ারকুলার ও রুম হিটারের জন্য ১০০০ টাকা এবং রাইস কুকার, হিটার বা ওভেন অথবা ইনডাকশন চুলার জন্য ৫০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। কেটলি, হেয়ার স্ট্রেইটনার, ইস্ত্রি ও ওয়াটার হিটারের জন্য ৩০০ টাকা জরিমানা দিতে হবে। এর বিপরীতে ছাত্রীরা ক্যাম্পাসে সাশ্রয়ী মূল্যের লন্ড্রি ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন।

তবে বিষয়টি নিয়ে কলেজ প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়