শিরোনাম
◈ বিচার বিভাগের জন্য দ্রুতই পৃথক সচিবালয়: প্রধান বিচারপতি ◈ জিত‌লো অ্যাস্টন ভিলা, সেমিফাইনালে গে‌লে্া পিএসজি ◈ ২৪ ঘণ্টার মধ্যে ২৫ জেলায় আম পৌঁছে দেবে ডাক বিভাগের ‘স্পিডপোস্ট’ ◈ কারিগরি শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে সাতরাস্তা মোড় অবরোধ ◈ প্রধান উপদেষ্টার  সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি, ইস্যু নির্বাচনী রোডম্যাপ ◈ পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন, গুরুত্ব দিয়ে তদন্ত করছে প্রশাসন ◈ কৌশলে রোহিঙ্গার হাতে বাংলাদেশি এনআইডি ◈ ডেই‌লি সান‌কে সা‌কিব; আমার স্বপ্ন বাংলাদেশের হয়ে খেলে দেশের মাটিতেই অবসর নে‌বো  ◈ এবার গ্রীষ্মে কতটা লোডশেডিং হতে পারে? ◈ সুরা ফাতিহা ব্যঙ্গ করে ভিডিও, ইব্রাহিম ও মুক্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চারুকলায় ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ পুনরায় নির্মাণের দায়িত্ব শিল্পীদের ওপর: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানিয়েছেন, চারুকলায় নববর্ষের আনন্দ শোভাযাত্রার মূল মোটিফ ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ আবারও নির্মাণের দায়িত্ব শিল্পীদের ওপর অর্পণ করা হয়েছে।

শনিবার রাতে চারুকলা অনুষদ প্রাঙ্গণে শোভাযাত্রার প্রস্তুতির অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

উপাচার্য বলেন, "আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম, সেখানে কিছু বাধা এসেছে। এ ধরনের কাজে বাধা আসবেই, ষড়যন্ত্রও থাকবে। কিন্তু মানুষের পরিশ্রম ও আল্লাহর ওপর ভরসা রেখে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা এগিয়ে যাব। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমরা এখন একটি জাতীয় দায়িত্ব পালন করছি এবং সকলকে পাশে থাকার আহ্বান জানাই।"

এদিকে, চারুকলা প্রাঙ্গণে আবারও মোটিফ তৈরির জন্য প্রয়োজনীয় সব উপকরণ আনা হয়েছে। শিল্পীরা দ্রুত সময়ের মধ্যে প্রতিকৃতিটি তৈরি করার চেষ্টা করছেন। ককশিট ব্যবহার করে মোটিফটি যত দ্রুত সম্ভব তৈরি করা যায় কি না, তা নিয়েও কাজ চলছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ বলেন, "গত এক মাস ধরে বানানো একটি প্রতিকৃতি একদিনে তৈরি করা কঠিন। দেখা যাক, শিল্পীরা কী করেন। তারা চিন্তা-ভাবনা করে যে সিদ্ধান্ত নেবেন, আমরা সেটাই দেখবো।"

তিনি আরও বলেন, "এই বিষয়টি শিল্পীদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তারা দফায় দফায় বৈঠক করছেন, পরিকল্পনা করছেন। কীভাবে কাজটি সম্পন্ন করা যায়, তা তারা ভালো জানেন।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়