শিরোনাম
◈ পাচার হওয়া অর্থ ফেরত আনার কাজের অগ্রগতি কেমন? ◈ দেশের রিজার্ভ বেড়ে ২৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার ◈ আরও ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন ◈ স্বাধীনতার পর এবারই প্রথম আগের বছরের তুলনায় নতুন বাজেটের আকার ছোট হচ্ছে ◈ স্কটল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকা‌পের মূলপর্বের দ্বারপ্রা‌ন্তে বাংলাদেশ ◈ আমরা খেলেছি গাজার জন্য, আন্ডারডগ হ‌য়েও চ্যাম্পিয়ন ফিলিস্তিনের মেয়েরা ◈ ১৫ বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে বসছে ঢাকা-ইসলামাবাদ ◈ আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে: প্রধান উপদেষ্টা ◈ বজ্রপাতে নেত্রকোনায় তিনজন নিহত ◈ বাংলাদেশে ফের পূর্ণ সক্ষমতায় আদানির  দুই ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ০৭:৩৫ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম দিন এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৪ হাজার ৭৩৮ জন

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল মোট ১৪ হাজার ৭৩৮ জন। এছাড়া বহিষ্কার হয়েছে ১০ জন। শিক্ষা মন্ত্রণালয়ের কন্টোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সারা দেশে একযোগে এসএসসি ও সসমান পরীক্ষা শুরু হয়েছে। এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৩৪ হাজার ৬৩০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ লাখ ১৯ হাজার ৮৯২ জন, আর অনুপস্থিত ১৪ হাজার ৭৩৮ জন।

শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম জানায়, ঢাকা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ৯৫৪জন। এর মধ্যে অংশ নিয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৪৫৮ জন, আর অনুপস্থিত ছিল ৩ হাজার ৪৯৬ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ২৪ হাজার ৪৪৪ জন। এর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ২৩ হাজার ২৭১ জন, আর অনুপস্থিত ছিল ১ হাজার ১৭৩ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৬২ হাজার ৬৭৯ জন। এর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ৬১ হাজার ৫৭ জন, আর অনুপস্থিত ১ হাজার ৬২২ জন।   

বরিশাল শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ৭৮ হাজার ১৭৮ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৭৭ হাজার ১৪৫ জন, আর অনুপস্থিত ১ হাজার ৩৩ জন।

সিলেট শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ৮২ হাজার ৯৯২ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৮২ হাজার ১১৪ জন, আর অনুপস্থিত ৮৭৮ জন।

দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৬৭ হাজার ৬০৬ জন। এর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ৬৬ হাজার ২৬৫ জন, আর অনুপস্থিত ১ হাজার ৩৪১ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন। এর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩৫ জন, আর অনুপস্থিত ২ হাজার ৫৫৩ জন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ৯২ হাজার ৮১০ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৯১ হাজার ৯৬৮ জন, আর অনুপস্থিত ৮৪২ জন।

যশোর শিক্ষা বোর্ড মোট পরীক্ষার্থী ১ লাখ ৩৩ হাজার ৩৭৯ জন। এর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ৩১ হাজার ৫৭৯ জন, আর অনুপস্থিত ছিল ১ হাজার ৮০০ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়