শিরোনাম
◈ আরও ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন ◈ স্বাধীনতার পর এবারই প্রথম আগের বছরের তুলনায় নতুন বাজেটের আকার ছোট হচ্ছে ◈ স্কটল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকা‌পের মূলপর্বের দ্বারপ্রা‌ন্তে বাংলাদেশ ◈ আমরা খেলেছি গাজার জন্য, আন্ডারডগ হ‌য়েও চ্যাম্পিয়ন ফিলিস্তিনের মেয়েরা ◈ কলকাতাকে হারিয়ে আইপিএলে নতুন ইতিহাস পাঞ্জাবের ◈ ১৫ বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে বসছে ঢাকা-ইসলামাবাদ ◈ আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে: প্রধান উপদেষ্টা ◈ বজ্রপাতে নেত্রকোনায় তিনজন নিহত ◈ বাংলাদেশে ফের পূর্ণ সক্ষমতায় আদানির  দুই ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে ◈ গোপন সংবাদের ভিত্তিতে সা‌বেক এমপি শাহ সারোয়ার কবীর‌ আটক

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ০৩:৫১ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসি পরীক্ষা শুরু আজ, পরীক্ষায় বসছে সোয়া ১৯ লাখ শিক্ষার্থী

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ। প্রথম দিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে বেলা ১টা পর্যন্ত। এবারের পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ শিক্ষার্থী।

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ। প্রথম দিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে বেলা ১টা পর্যন্ত। এবারের পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ শিক্ষার্থী। গতবারের তুলনায় অবশ্য প্রায় এক লাখ পরীক্ষার্থী কম। ২০২৪ সালে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী প্রথম দিনে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর মাদ্রাসা বোর্ডের অধীন কোরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডের হবে বাংলা-২ (দাখিল ও ভোকেশনাল) পরীক্ষা।

সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে এবার সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে ১৪টি নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময়ের ৩০ মিনিটের পর পরীক্ষা কেন্দ্রে এলে রেজিস্টারে নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ও মোবাইল ফোনের সুবিধাযুক্ত ঘড়ি, কলম বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। এদিকে এসএসসি পরীক্ষা ঘিরে প্রশ্ন ফাঁসের গুজব ও প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষা শুরুর দিন থেকেই সারা দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। লিখিত পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের আশপাশে কোনো ধরনের ফটোকপি মেশিন চালু রাখা যাবে না। তাছাড়া এসএসসি পরীক্ষা চলাকালে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা দেয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়