মনিরুল ইসলাম: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, চীনের পিকিং ইউনিভার্সিটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ডক্টরেট সম্মাননায় ভূষিত করবে। আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা চীন সফরে যাবেন। সফরকালে তিনি পিকিং ইউনিভার্সিটিতে একটি বক্তব্য রাখবেন।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রেস সচিব ।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আজ ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেন। আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা চীন সফরে যাবেন। সেই সফর নিয়ে বৈঠক হয়। আগামী ২৭ মার্চ প্রফেসর ইউনুস বোয়াও ফোরামে কথা বলবেন, সেখানে এশিয়ার পরিবর্তনশীল ভূমিকা নিয়ে বক্তব্য রাখবেন। এই ফোরামে অনেক শীর্ষ নেতা থাকেন, অনেক বড় বড় কোম্পানির সিইও অংশ নেন। আমরা আশা করছি, চীনের বড় বড় প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সাইডলাইনে হতে পারে।
তিনি বলেন, এটি প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর। চীনের প্রেসিডেন্টের শি জিং পিনের সঙ্গে ২৮ মার্চ দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। চীনের সঙ্গে আমাদের যত ইস্যু আছে সেসব নিয়ে সেখানে আলাপ হবে। মূল ফোকাস হবে চীনের সঙ্গে মিশে বাংলাদেশের শিল্পায়নের জন্য একটা বড় ম্যানুফেকচারিং হাব তৈরি। সম্পর্কটাকে আমরা এক নতুন উচ্চতায় নিতে চাই। চীনের রাষ্ট্রদূত বলেছেন গত ৫০ বছরে বাংলাদেশি নেতার এটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর।