শিরোনাম
◈ দুই মাসে নির্যাতিত ২৯৪ নারী, ধর্ষণের শিকার ৯৬ ◈ জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা দেবে এসএসএফ ◈ তিন মাসে ৩ দেশ সফরে যাবেন ড. ইউনূস ◈ নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনার প্রতি জোর: ভারত 'অন্তর্ভুক্তিমূলক' নির্বাচনের আহ্বান জানিয়েছে: টেলিগ্রাফের প্রতিবেদন ◈ সরকার সাবেক ৬৪ সচিবের আমলনামা যাচাই করবে ◈ ব্যবসায়ীকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট ◈ সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের তালিকা হচ্ছে! ◈ ধনী মনে করে বিয়েতে রাজি হওয়ার পর সর্বস্ব লুটে ! ◈ এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের চ্যাম্পিয়ন হলো ভারত ◈ তামিম ইকবালের অপরাজিত শতকে মোহামেডানের বড় জয় 

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৫, ০৭:৪৮ বিকাল
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

এমআইএসটি-তে জাতীয় প্রযুক্তি উৎসবের শুভ সূচনা

মাসুদ আলম : শুক্রবার আইএসপিআর জানায়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)-তে শুক্রবার  থেকে শুরু হয়েছে জাতীয় প্রযুক্তি উৎসব "Inventious 4.1" ২০২৫। এমআইএসটি ইনোভেশন ক্লাব (MIC)-এর উদ্যোগে এবং গবেষণা ও উন্নয়ন শাখা-এর তত্ত্বাবধানে আয়োজিত এই দুইদিনব্যাপী উৎসবের মূল লক্ষ্য হলো চতুর্থ শিল্প বিপ্লবের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করা, উদ্ভাবনী নকশা ও প্রযুক্তিকে তুলে ধরা এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে উৎসাহিত করা।

জাতীয় পর্যায়ের এই প্রযুক্তি উৎসবে দেশের মোট ৩৭টি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন, যা প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ ও প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

দুইদিনে মোট চারটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে - হ্যাকাথন, লিড দি ফিউচার, ইউজার ইন্টারফেস ডিজাইন কম্পিটিশন এবং প্রোজেক্ট শোকেসিং।

উৎসবের প্রথম দিনে অনুষ্ঠিত হ্যাকাথন-এ ২৪টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন, যেখানে তারা বিভিন্ন উদ্ভাবনী সমস্যা সমাধানে নিজেদের প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শন করেছেন।

আগামীকাল, উৎসবের দ্বিতীয় দিনে, অনুষ্ঠিত হবে লিড দি ফিউচার, ইউজার ইন্টারফেস ডিজাইন কম্পিটিশন এবং প্রোজেক্ট শোকেসিং। এর মধ্যে লিড দি ফিউচার প্রতিযোগিতায় ১৮টি বিশ্ববিদ্যালয়ের ১৫৩ জন প্রতিযোগী, ইউজার ইন্টারফেস ডিজাইন কম্পিটিশন-এ ৭টি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন প্রতিযোগী, এবং প্রোজেক্ট শোকেসিং-এ ১৪টি বিশ্ববিদ্যালয়ের ১০৮ জন প্রতিযোগী অংশ নেবেন।

তরুণ উদ্ভাবকদের জন্য প্রযুক্তির জগতে নতুন দ্বার উন্মোচনের প্রত্যয়ে আয়োজিত "Inventious 4.1" ২০২৫ নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের এক অনন্য মঞ্চ হিসেবে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়