শিরোনাম
◈ সাত বছর পর  বর্ধিত সভায় যে বার্তা দেবে বিএনপি ◈ সন্ত্রাসী যত শক্তিশালীই হোক রক্ষা পাবে না: ডিবি প্রধান ◈ আমেরিকার নাগরিকত্বের জন্য ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ অফার ◈ অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা কোথায়, জানালেন আসিফ মাহমুদ ◈ রক্তের ওপর দাঁড়িয়ে থাকা আন্দোলন ব্যর্থ হতে দেব না: মধ্যরাতে কুয়েট শিক্ষার্থীদের বিবৃতি ◈ আরব আমিরাতের কাছে বাংলাদেশ নারী দলের হার  ◈ ‘কনুই দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে আমি ইনস্ট্যান্ট সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই’ (ভিডিও) ◈ জার্মানির সঙ্গে আমরা ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই : প্রধান উপদেষ্টা  ◈ বাংলাদেশ রাশিয়ার সঙ্গে পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী : প্রধান উপদেষ্টা  ◈ ‘বঞ্চিত’ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, সমাধান না হলে ‘ঢাকা ব্লকেড’

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৯ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বঞ্চিত’ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, সমাধান না হলে ‘ঢাকা ব্লকেড’

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বাংলামোটরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে বাংলামোটর রূপায়ণ টাওয়ারের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে রাত সাড়ে ১১টার পর সড়ক ছেড়ে চলে যান শিক্ষার্থীরা। এতে ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়। 

শিক্ষার্থীদের অভিযোগ, গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নতুন ছাত্রসংগঠনে তাদের উপেক্ষা করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ কমিটি ঘোষণার সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা ও সংঘর্ষ হয়। এতে অন্তত আট শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন। 

এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রাত ৮টার দিকে বাংলামোটরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। রাত সাড়ে ৮টায় শাহবাগে সংবাদ সম্মেলনে তারা ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ কমিটিকে অযোগ্য ঘোষণা করেন এবং নতুন কমিটি পুনর্গঠনের দাবি জানান।

বৈষম্যের প্রতিবাদে বৃহস্পতিবার প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে সমাধান না হলে ২৮ ফেব্রুয়ারি ‘ঢাকা ব্লকেড’ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীদের দাবি, গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গঠনে তারা ভূমিকা রাখলেও এখন তাদের বাইরে রাখা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।

এদিকে রাত ১টার দিকে মোবাইল ফোনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য (সমন্বয়ক) ও ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি শিক্ষার্থী নাঈম আবেদিন বাংলা ট্রিবিউনকে বলেন, ঢাবিতে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের' দুপক্ষের সংঘর্ষ ঘটনায় সমাধান করতে ঢাবি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (সব সমন্বয়ক) একসঙ্গে এখনও বৈঠক করা হচ্ছে। এই বৈঠক শেষ হতে রাত তিনটা বাজতে পারে। এরপর বৈঠকের বিষয়ে জানানো হবে। তবে বিষয়টি সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। যাতে করে কোনোভাবে নিজেদের মধ্যে কোনও বিভেদ না থাকে। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়