হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। এ সময় তারা হল না ছাড়ার ঘোষণা দেন।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বর থেকে মিছিলটি শুরু করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় শিক্ষার্থীরা জানান, কুয়েট প্রশাসন তাদের ৬ দফা দাবি বাস্তবায়ন করেনি। আন্দোলন দমানোর জন্য তাদেরকে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। তারা কেউ হল ছাড়বেন না। ৬ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এর আগে সন্ধ্যায় নিরাপত্তার স্বার্থে কুয়েটের সব অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেয় কুয়েট কর্তৃপক্ষ। উৎস: চ্যানেল২৪