শিরোনাম
◈ ফুটওভারব্রিজে ছিনতাইয়ের অভিযোগে দু'জনকে ঝুলিয়ে রাখল স্থানীয় জনতা (ভিডিও) ◈ ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ আমরা নিজেরা বিভেদে জড়িয়ে পড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ এবং দেশের মানুষ: তারেক রহমান (ভিডিও) ◈ অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা ম্যাচ টস ছাড়াই পরিত্যক্ত, সেমিফাইনালে উঠতে যে সমীকরণ ◈ গ্যাসের মূল্যবৃদ্ধিতে বিপর্যয়ে পড়বে শিল্প খাত! ◈ যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যাপল ◈ অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ ◈ ৮২ পুলিশ কর্মকর্তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি ◈ বিডিআর হত্যার বিচারের নামে প্রহসন করা হয়েছে: মির্জা আব্বাস ◈ পরবর্তী তথ্য উপদেষ্টা কে হচ্ছেন? আলোচনায় যার নাম

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৪৩ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এছাড়া শিক্ষার্থীদের বুধবার সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন নোটিশ দিয়ে এই নির্দেশনা জানিয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, সার্বিক নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোটিশে স্বাক্ষর করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিচুর রহমান ভূঁঞা।

বিশ্ববিদ্যালয়ের প্র-ভিসি অধ্যাপক. ড. এসকে. শরীফুল আলম দ্য ডেইলি স্টারকে  'আজ বিকেলে ৯৯তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভায় কেউ কেউ সশরীরে উপস্থিত ছিলেন, কেউ কেউ অনলাইনে যুক্ত হয়েছিলেন।'

হল ছাড়ার নির্দেশনার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ে হলগুলো বন্ধ করার অনেকগুলো কারণ রয়েছে। এক কথায় বলতে গেলে, ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা স্বার্থে এটি বন্ধ করা হয়েছে। তাদের নিরাপত্তাটাই আগে নিশ্চিত করা দরকার। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীরা অনিরাপদ বোধ করছে।'

'বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর নেই কিছু অংশে, সেগুলোর নির্মাণকাজ চলছে। শেষ হলে বিশ্ববিদ্যালয় অনেকাংশে সুরক্ষিত হবে,' বলেন তিনি।

সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে কুয়েটের হল, ক্যাম্পাস ও আশেপাশে এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করার অনুরোধ জানিয়েছে। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়