শিরোনাম
◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও) ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল ◈ ধানমন্ডিতে সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং (ভিডিও)

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৪৭ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্র–জনতার আন্দোলনের সময় ধর্ষণের শিকার ও সহযোগিতা না পাওয়ার অভিযোগ তরুণীর, যা বলছেন সমন্বয়কেরা

ছাত্র–জনতার আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট নারায়ণগঞ্জে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক তরুণী। বিষয়টি জানিয়ে সাহায্য চাইলেও সমন্বয়কেরা কোনো সহযোগিতা করেননি বলেও অভিযোগ তাঁর। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ও নির্বাহী কমিটির সদস্য নুসরাত তাবাসসুমকে বারবার জানালেও কারও সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন ওই তরুণী।

গতকাল শনিবার সন্ধ্যায় ‘আন্দোলনে নারীর শক্তি, নারীর কথা: শিক্ষা, নেতৃত্ব ও সম্ভাবনার দিগন্ত’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে ওই তরুণী ধর্ষণের শিকার হওয়ার কথা জানান। তাঁর এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়েছে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব) ও জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স নামের দুটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

তবে সমন্বয়কেরা তরুণীর এমন অভিযোগ অস্বীকার করেছেন। বরং ওই তরুণী অন্য কিছু চেয়ে না পাওয়ায় এমন ‘মিথ্যা অভিযোগ’ করছেন বলে দাবি করছেন তাঁরা।

অভিযোগকারী তরুণী বলেন, ‘সেদিন (৪ আগস্ট) ২০–২৫ জন নারায়ণগঞ্জের তোলারাম কলেজের পাশের কলেজ রোডের গলিতে আজমেরী ওসমানের বাড়ির নিচে একটা অফিসে নিয়ে যায়। আমাকে টেনেহিঁচড়ে মারতে মারতে নিয়ে যাওয়া হয়েছিল। আশপাশে অনেক মানুষ থাকলেও কেউ সামনে আসেননি আটকানোর জন্য। আমাকে মারধর করে মোবাইল নিয়ে যায় তারা। সেই অফিসে নিয়ে যাওয়ার পর আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে, অনেক বাজে গালিগালাজ করেছে, আমার পরিবার নিয়েও অনেক কথাবার্তা বলেছে। বাজে কথাও শুনতে হয়েছে। পরে ওখান থেকে সবাইকে বের করে দিয়ে দুজন ছিল। দুজন মিলে পরে আমাকে ধর্ষণ করে। এটা এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে আসেনি। আমি নিজেই আসতে দিইনি। এখন পর্যন্ত তারা (অপরাধী) ঘুরছে, এখনো শাস্তি হয়নি।’

সারজিস আলম, উমামা ফাতেমা ও নুসরাত তাবাসসুমকে ঘটনাটি জানিয়ে সহযোগিতা চেয়েছিলেন বলে উল্লেখ করেন ওই তরুণী। তিনি অভিযোগ করে বলেন, ‘১০ নভেম্বর আমি কনসিভ (গর্ভধারণ) করি। উমামা ফাতেমাকে যখন আমি জানাই, তখন তিনি বলেন, “তোমার সাথে না অনেক খারাপ হইছে। আচ্ছা, দেখবোনে বিষয়টা। ” শেষ। এখানেই ক্লোজ করে দিয়েছে টপিক। নুসরাত তাবাসসুম আপুকে জানাই। উনি আমাকে বলেন, “তুই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিস। ” টিএসসি ক্যাফেটেরিয়ায় আমি তাঁর পাশের টেবিলে বসে হোয়াটসঅ্যাপে নক করি। তিনি হোয়াটসঅ্যাপের মেসেজগুলো দেখলেও কোনো রিপ্লাই করেননি।’

এদিকে তরুণীর এমন অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন উমামা ফাতেমা এবং নুসরাত তাবাসসুম। ওই তরুণীর সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট এবং শহীদ মিনারে তোলা গ্রুপ ছবি সহ দীর্ঘ পোস্ট দিয়েছেন উমামা। বিভিন্নভাবে সহযোগিতা দেওয়ার চেষ্টা করলেও ওই তরুণী কোনো সহযোগিতা নিতে রাজি হননি বলে দাবি করেন উমামা। বরং তরুণী ঢাকায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটিতে কাজ করার আবদার করেছিলেন বলে উল্লেখ করেছেন উমামা ফাতেমা।

অভিযোগকারী তরুণীর বক্তব্যের পর আহনাফ তাহমিদ নামের এক ব্যক্তি বিষয়টির কড়া সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে নুসরাত তাবাসসুম ফেসবুকে অভিযোগের জবাব দিয়েছেন। অভিযোগকারী তরুণীর নাম উল্লেখ করে তিনি দীর্ঘ একটি পোস্টে লিখেছেন, ‘একবার আমার সামনে এনে তাকে অভিযোগ করতে বলেন যে তাকে সাহায্য করতে চাওয়া হয়নি। তাকে সব রকম সাহায্য দিতে চাওয়া হয়েছিল, তাঁর পরিবারের সঙ্গে কথা বলে সুচিকিৎসা, নারায়ণগঞ্জের ঘটনাস্থলে তদন্ত, মামলা—সবকিছুর কথা বলা হয়েছিল। কিন্তু সে চেয়েছিল অন্য কিছু। কিন্তু তাঁর অনুমতি ব্যতিরেকে আমি সেটা প্রকাশ করতে পারছি না।’

এই পোস্টের আগের পোস্টের শেষে নুসরাত লিখেছেন, ‘তুমি আমাকে দ্বিতীয়বার ব্যথিত করলে (নাম উল্লেখ করেছেন)। প্রথমবার আইনি প্রক্রিয়ায় যেতে না চেয়ে, দ্বিতীয়বার আল্লাহই জানে, তুমি কি করে ভুলে গেলে কিন্তু ভুল অভিযোগ এনে!!!’

এ নিয়ে যখন সোশ্যাল মিডিয়া সরগরম, তখন ওই তরুণীর সঙ্গে মোবাইল ফোনে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়