শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টা ২৭ মিনিটে সংগঠনটির পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শ্রদ্ধা জানানোর সময় সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমাসহ কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন।
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করছেন বিভিন্ন সংগঠন সহ সর্বস্তরের মানুষ। স্লোগানে স্লোগানে ভাষা শহীদদের স্মরণ করছেন তারা।
এদিকে শহীদ দিবসকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলার কড়াকড়ি দেখা গেছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
আপনার মতামত লিখুন :