শিরোনাম
◈ ট্রাম্পের শুল্কারোপ: রেকর্ড উচ্চতা থেকে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ◈ অসহযোগ আন্দোলনের ডাক এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে, চূড়ান্ত সিদ্ধান্ত জানালো বোর্ড ◈ জুলাই গণহত্যার বিচার বানচালে অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে: তাজুল ইসলাম ◈ বিমসটেক সম্মেলন: নৈশভোজের টেবিলে ইউনূস-মোদি পাশাপাশি ◈ খালেদা জিয়ার মতো ‘কম্পিটেন্ট পলিটিশিয়ান’ এদেশে আসে নাই: ফাহাম আবদুস সালাম ◈ বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারির মৃত্যু ◈ তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ এবার বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূলরেখা নিজেদের দাবি করল ভারত ◈ বাংলাদেশকে আসিয়ানে কেন যোগ দেওয়া উচিত: দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন ◈ বাংলাদেশের জন্য বেদনাদায়ক ট্রাম্পের শুল্ক আরোপ: নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারেন ২৪ ফেব্রুয়ারি 

গত বছর আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা আগামী ২৪ ফেব্রুয়ারি একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারেন।

জাতীয় নাগরিক কমিটির কার্যনির্বাহী পরিষদ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হবে।

তারা জানান, নাগরিক কমিটির ৭০ জন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০ জনকে নিয়ে এ বিষয়ে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, 'আমরা একটা সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করেছি, আজকেও সাধারণ সভা ছিল। এ বিষয়ে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হচ্ছে, দ্রুতই তা ঘোষণা করা হবে।'

সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন দল নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, 'নাগরিক কমিটি গঠন করাই হয়েছিল ভিন্ন ভিন্ন মতের মানুষদের নিয়ে। রিকন্সিলিয়েশনের জন্য এটা একটা ল্যাবরেটরি ছিল।'

তিনি বলেন, 'নতুন দল গঠন নিয়েও বিভিন্ন পক্ষের মতের ভিন্নতা রয়েছে। তবে সেই মতের ভিন্নতা নিয়ে ফেসবুকে আলোচনা করাটা সাংগঠনিক অদূরদর্শীতার পরিচয় বহন করে।'

সামান্তা শারমিন বলেন, 'এ অবস্থায় দুটি দল গঠনের সম্ভাবনা প্রসঙ্গে সামান্থা বলেন, 'সকলেরই অধিকার আছে দল গঠনের এবং সেটি আইনত অন্যায় না। এজন্য কাউকে দায় দেওয়ারও কিছু নেই।'

তিনি আরও বলেন, 'তবে জনগণ প্রত্যাশা করে অভ্যুত্থানের পক্ষে শুধু একটিই দল হবে, যা দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা করবে।' উৎস: বিজনেস স্ট্যান্ডার্ড

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়