শিরোনাম
◈ ২০৩৪ সালে জিডিপির লক্ষ্যমাত্রা ১ ট্রিলিয়ন ডলার নির্ধারণ করেছে বিএনপি: মির্জা ফখরুল ◈ ১৩৩ প্রতিষ্ঠান অনুমতি পেল সুগন্ধি চাল রপ্তানির, মানতে হবে যেসব শর্ত ◈ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ উন্নত বিশ্বে : আসিফ নজরুল ◈ বৃষ্টিবলয়ের আওতায় পুরো দেশ, কালবৈশাখী-বজ্রপাতের শঙ্কা ◈ শুল্ক স্থগিতের সিদ্ধান্ত হৃদয় থেকে লিখেছি: ট্রাম্প ◈ প্রথম দিন এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৪ হাজার ৭৩৮ জন ◈ ভুয়া প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতারণা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতর্কতা ◈ যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিতের ঘোষণা: স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা ◈ বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত: কিয়াক সুং ◈ তিন জেলার বাসিন্দারা চার দিনের ছুটি পাচ্ছেন

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩০ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষক-সাংবাদিকের ওপর হামলায় ১০ ছাত্রী শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর অধ্যাপক ড. কোরবান আলীকে লাঞ্ছিত করার দায়ে এক ছাত্রীকে স্থায়ী বহিষ্কার ও তার সনদ বাতিল করা হয়েছে। একইসঙ্গে সাংবাদিক ওপর হামলা ও ধর্ম অবমাননার অভিযোগ আরও ১০ ছাত্রী ও এক ছাত্রকে অস্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার চবি উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থায়ী বহিষ্কার হওয়া ওই ছাত্রীর নাম আফসানা এনায়েত এমি। তিনি আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্রী। তার সনদও বাতিল করা হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনা হলের সামনের নৌকা প্রতিকৃতি ভাঙা নিয়ে বেশ কয়েকজন ছাত্রী উপাচার্যের বাসভবনের ঘেরাও করেন। সেখানে সহকারী প্রক্টর দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. কোরবান আলীর সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তার গায়ে হাত তোলেন আফসানা এনায়েত এমি।

একই দিন ফুটেজ সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার হন সাংবাদিকরা। এ ঘটনায় ৯ ছাত্রীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়। তারা হলেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের এলিসা স্বর্ণা চৌধুরী, একই সেশনের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সস বিভাগের রওজাতুল জান্নাত নিশা, ২০১৮-১৯ সেশনের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ফৌজিয়া আহমেদ পল্লী মজুমদার, একই সেশনের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সস বিভাগের উম্মে হাবিবা বৃষ্টি। ২০১৯-২০ সেশনের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ফারজানা ইয়াসমিন পুতুল, ২০২০-২১ সেশনের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সস বিভাগের জান্নাতুল মাওয়া মিথিলা, ২০২১-২২ সেশনের মার্কেটিং বিভাগের মোসা. সুমাইয়া (সুমাইয়া সিকদার), ২০২২-২৩ সেশনের চারুকলা ইনস্টিটিউটের ফাতেমাতুজ আশফিয়া নাহার এশা এবং একই সেশনের ওশানোগ্রাফি বিভাগের মাইসারা জাহান ইশা।

ধর্ম অবমাননার অভিযোগে ২০২৩-২৪ সেশনের নৃবিজ্ঞান বিভাগের ছাত্র এসএম সানবিম সিফাতকে দুই বছর এবং একই বিভাগের ছাত্রী জাফরীন সুলতানা জয়ীকে এক বছরের জন্য বহিষ্কার হয়েছে। এই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুক কটূক্তির অভিযোগ তুলে মানববন্ধন করে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

চবি প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জানান, সহকারী প্রক্টর ও সাংবাদিকদের লাঞ্ছনার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে সহকারী প্রক্টরের গায়ে হাত তোলার অভিযোগে এক ছাত্রীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়