শিরোনাম
◈ জিম্মিদের ছেড়ে দিতে চায় হামাস, যুদ্ধ সমাপ্তির জন্য পূর্ণাঙ্গ চুক্তির দাবি ◈ চট্টগ্রাম-নারায়ণগঞ্জ পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু মে-তে, সাশ্রয় হবে কোটি টাকা ◈ দূতাবাসের সীমাবদ্ধতা সত্ত্বেও প্রবাসীদের সেবা নিশ্চিতের নির্দেশ পররাষ্ট্র উপদেষ্টার ◈ রাজউকের সাবেক চেয়ারম্যানের স্ত্রী সহ দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ◈ ভারতে সংখ্যালঘু সুরক্ষা নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রত্যাখ্যান করল দিল্লি, পাল্টা দিল নজর ঘোরানোর অভিযোগ ◈ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে নিহত ২, ট্রাম্প বললেন ‘বন্দুক নয়, মানুষ গুলি করে’ ◈ পাকিস্তানের খনিজ ভাণ্ডারে ট্রাম্প প্রশাসনের নজর, বিনিয়োগে বাধা নিরাপত্তা ও অবকাঠামো সংকট ◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:১৬ বিকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ (ভিডিও)

রাজধানীর ধানমন্ডি এলাকার সায়েন্সল্যাবরেটরি মোড়ে ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পূর্ব শত্রুতার জেরে আজ রবিবার বিকেলে এ সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে পুলিশ।

জানা গেছে, আজ বিকেল ৪টার দিকে ঢাকা সিটি কলেজের সামনে লাঠি হাতে অবস্থান নেয় আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী। তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে ঢাকা সিটি কলেজের নামফলক খুলে ফেলে। এ সময় সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। তাৎক্ষণিকভাবে মিরপুর সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

পাল্টা-পাল্টি ধাওয়ায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত সদস্য সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক সংবাদমাধ্যমকে বলেন, সায়েন্সল্যাবে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। উৎস: আমাদের সময় ও যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়